একটি ক্ষতবিক্ষত দেহ
লিখেছেন লিখেছেন ওমর হামযা খান ০৬ এপ্রিল, ২০১৭, ০১:০২:২৩ রাত
তুমি কি খুব চিন্তিত?
- নাহ
তাহলে মনমরা কেন?
-আমার প্রতিটা অঙ্গে ব্যথা।
কোথায় ব্যথা? টিপে দেবো? কোথাও ব্যথা পেয়েছিলা?
-হুম, পাচ্ছি, পেয়েই যাচ্ছি।
বুঝলাম না কি বলছো! আচ্ছা কি হয়েছে তোমার?
- আমার ছেলেমেয়েগুলাকে কেমিক্যাল বোমা দিয়ে মেরে ফেলেছে (কাঁদতে কাঁদতে)।
কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
- আমার বাবাকে ফাঁসিতে ঝুলাবে, সব আয়োজন প্রস্তুত।
কিহ!!!
- আমার পায়ে শিকল বেঁধে টেনে আমাকে দিল্লী নিয়ে যাওয়া হবে। এখন আর বলতে পারবো না আমরা স্বাধীন।
তুমি কাঁদছো কেন? শান্ত হও। কালকে বাংলাদেশের খেলা আছে, মাশরাফির শেষ টি-টুয়েন্টি, খুব খারাপ লাগছে বুঝলে, খেলা দেখবে তো কালকে?
- আমার ছেলে মেয়ের লাশে একবার চুমু খেতে চাই, একবার (কান্নায় ভেঙ্গে পড়ে)। আর কিছুই চাই না।
তুমি আসলেই পাগল হয়ে গেছো!
বিষয়: বিবিধ
৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন