কবিতাঃ প্রিয়তা'র আকাশ
লিখেছেন লিখেছেন মন্জুরুল হাসান প্রিন্স ২৯ মার্চ, ২০১৭, ১১:২২:৫৯ সকাল
প্রিয়তা, কেমন আছো?
অনেকদিন ধরে ভাবছি জিজ্ঞেস করবো
কিন্তু তা আর হয়না, হয়ে ওঠেনা তোমার খোঁজ নেওয়া।
আমি ভীষণ অসুখী হয়ে ভাবি, তুমি কেমন আছো!
শুনেছি তোমার ওখানেও না'কি ঢুকে পড়েছে রক্তচোষার দল
লোকজন না'কি গৃহবন্দী হয়ে আছে
তাদের ঘুম ভাঙে গ্রেনেড আর গুলির শব্দে!
বাচ্চাদের ইশকুলে যাওয়া বন্ধ, সংসারের বাজার সদায়, ওষুধ, এমনকি শিশুর দুধও ফুরিয়ে গেছে!
তুমি আর ভালো থাকো কি করে!
আসছে বোশেখে হলুদ শাড়ি
রঙিন চুড়ি
পান্তা ইলিশ
বটমূল
কিছুই হবেনা বোধহয়!
চারদিকে শুধু মৃত্যু শুনি,
লাশের মিছিলে কি কখনো আনন্দ হয়?
ভাবছি যদি হঠাৎ ম'রে যাই
কি ভাববে তুমি!
কাপুরুষ
প্রতারক
না'কি ভালোবাসা ?
যদিও কখনো প্রেমিক হতে পারিনি-অথবা কবি, তবুও ভালবাসা লিখে যাই।
জেনে রেখো, এর মাঝেই বেচেঁ থাকা আমার,
কলম থামলেই না'কি কবিদের মৃত্যু হয় ।
প্রিয়তা, এ শহর আর ভালোলাগেনা আমার-
খুব পাখি হতে ইচ্ছে করে
যেখানে থাকবে সুবিস্তৃত সবুজ ঘাস
আর রৌদ্রজ্জল আকাশ।
নির্বিঘ্নে এ ডাল ও ডালে উড়ে বেড়ানোর স্বাধীনতা।
আমি উড়বো খুব।
প্রিয়তা, তুমি কি আমার আকাশ হবে?
বিষয়: Contest_priyo
৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন