Time and Tide wait for none...
লিখেছেন লিখেছেন শাওন ২৫ মার্চ, ২০১৭, ০৮:০২:৩২ রাত
সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়......
কোন কিছুই থেমে থাকে না.....
সবকিছুই তার নিজস্ব স্রোতে চলতেই থাকে....
হয়তো ভালোভাবে চলে,নয়তো খারাপ ভাবে চলে....
তবে চলতেই থাকে.....সে আর থামে না ...
এভাবে চলতে-চলতে আমরা একসময় সময়ের স্রোতে ডুবে যায়......
পুনরায় নতুনেরা আসে....
আর সবুজ পাতাগুলোর উপর সূর্য তার লাল আভা নিয়ে উদয় হয়, দিন শেষে, পশ্চিমের আকাশটাকে বিদায় জানায়। আবার সকাল আসে, সন্ধ্যা নামে। আরো হাজার ঘটনা ঘটে। থেকে যায় লোকচক্ষুর অন্তরালে অথবা সামনে।
এভাবে জীবন নামক শব্দ চলতেই থাকে...
#Time_and_tide_wait_for_none ........!
✍ Jannatul Naeem Shawon
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন