নির্ঘুম রাতের শহর
লিখেছেন লিখেছেন বশিরুজ্জামান ১৯ মার্চ, ২০১৭, ০৬:২৫:৪৬ সন্ধ্যা
সন্ধ্যার আকাশে ডুবে গেলে শেষ বিকেলের রক্তিম সূর্য পশ্চিম আকাশে জ্বলে উঠে বেদনার শুকতারা। কর্মক্লান্ত পাখিরা নীড়ে ফিরে তবু ফেরারী নদীর কখনো হয়না ঘরেফেরা।
অদ্ভুত এই শহরে রাত-গভীরেই জেগে উঠে ঘুমন্ত মানুষ। বাতাসে লোভনীয় আতরের মায়াবী সুবাস। অপরূপ সুন্দর রমনীরা এক একটি অসহায় গোলাপের মতো দাঁড়িয়ে থাকে রাস্তার দুপাশে। কী আশ্চর্য মনের তৃপ্তি মেটাতে গোলাপেরও বেঁচাকেনা হয় এই সভ্য-সমাজে।
মন-মাতানো গানের আসরে কোটি টাকার খেলা। খেলার ছলেই বেলা ফুরায় দুঃখরা হারিয়ে যায় লজ্জাহীনতার সাগরে। আবার সকাল হয় মুছে যায় কালবেলার গল্প নতুন রঙের রঙতুলিতে সাজায় আগত মুহূর্ত।
নিত্যকার মতো মানুষের মুখোশ পরে বিলাতী রঙের কুকুরগুলো বেরিয়ে পড়ে। নিরন্তর খোঁজে চলে কামলীলার সাথী...।
বিষয়: সাহিত্য
৭৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন