অবুঝ প্রিয়া
লিখেছেন লিখেছেন কবি মামুন আবদুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০৮:০৯ রাত
একটু সময় ব্যস্ত ছিলাম
পাওনি তুমি ফোনে ;
তাই কি তোমার মুখটা কালো
উঠছে ব্যথা মনে?
.
সবুর কর অবুঝ প্রিয়া
ফিরছি কিছু পরে,
আদর সোহাগ রাখছি হৃদে
প্রীতির ভুবন ভরে।
.
তোমার কথা হয়না স্মরণ
একটু দূরে গেলে,
এই অভিযোগ আর কর না
দিচ্ছি সময় মেলে।।
বিষয়: সাহিত্য
৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন