ঋতুরাজের আগমনে
লিখেছেন লিখেছেন কবি মামুন আবদুল্লাহ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:৫৩:২৭ সন্ধ্যা
ঋতুরাজের আগমনে
রঙ লেগেছে বনে বনে
গায় যে কোকিল গান।
গাছে গাছে নতুন পাতা
পাখির সুরে মন যে মাতা
জুড়ায় মন ও প্রাণ।
.
ফিঙে, শালিক,টিয়ে পাখি
ফুলের সাথে মাখা- মাখি
মুগ্ধ কারুকাজ।
চুলের খোঁপায় ফুলের মালা
হলুদ শাড়ি, হাতে বালা
কী অপরূপ সাজ।
.
শিমুল, পলাশ বনে হাসে
হরেক ফুলের সুবাস ভাসে
নেই তুলনা শেষ।
কচি পাতায় আলোর খেলা
কিচির মিচির পাখির মেলা
লাগে দারুণ বেশ।।
বিষয়: সাহিত্য
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন