প্রবাস গমণ ইচ্ছুক ভাইদের জন্যে
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ০৬ মে, ২০১৭, ০৪:০৫:৩৫ বিকাল
যারা প্রবাস যেতে ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট টি৷ বিশেষ করে যারা কুয়েত যেতে চান৷
বর্তমানে ব্যাপক হারে বাংলাদেশী ভাইয়েরা মোটা অংকের টাকার বিনিময়ে (প্রায় আট থেকে নয় লক্ষ টাকা) দালাল চক্রের মাধ্যমে কুয়েত এসেছেন এবং বিভিন্ন কোম্পানীতে চাকুরী করতেছেন, তারপরও হতাশ৷
কারন বর্তমানে প্রায় কোম্পানীর বেতন ৬০ দিনার, এর মধ্যে শুধু থাকা কোম্পানীর পক্ষ থেকে হয়ে থাকে, খাওয়া এবং আনুসাঙ্গিক যাবতীয় খরচ নিজের, ৩০ দিনারের মত নিজের'ই খরচ হয়, বাঁকী থাকলো ৩০ দিনার, (৮ হাজার টাকা) এই টাকা দিয়ে পরিবার চালাবে? নাকি ভিসার জন্য খরচ হওয়া সেই টাকা উসুল করবে?
কোম্পানীর আকামার মেয়াদ দুই বৎসরের জন্য হয়ে থাকে, নাকি দুই বৎসর পরে পুনরায় আকামা নবায়ন করার জন্য টাকা জমাবে? অনেকে সুদের উপর টাকা ধার করে বিদেশ এসেছেন, তাদের অবস্থা আন্দাজ করুন৷
যদি আট-নয় লক্ষ টাকা খরচ করে বিদেশ না এসে দেশের মাটিতে ব্যবসা করতো তাহলে দুইটি ফায়দা হতো, ১৷ বিদেশের চেয়ে ভালো টাকা ইনকাম করতে পারতো, ২৷ পরিবারের সদস্যদের সাথে আনন্দে জীবন যাপন করতে পারতো৷
সুতরাং বিবেক আপনাদের, শিদ্ধান্তও আপনাকেই নিতে হবে৷
বিষয়: বিবিধ
৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন