সাম্প্রদায়ীক নিপাত যাক
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ০৩ মার্চ, ২০১৭, ০৪:০১:২৮ বিকাল
মুসলমান জাতি কোন আবর্জনা নয় যে, তাকে পুড়ে ফেলবে, কিংবা অন্যত্র চলে যেতে হবে৷ অবর্জনা তো তোমরাই, যার কারণে তোমাদের কে পুড়েফেলা হয় এবং পোড়া ছাইয়ের অবচিষ্টাংশও পানিতে ফেলে দেয়া হয়৷
ভারতের এক বিতর্কিত বিজেপি নেতা প্রস্তাব দিয়েছেন, "দেশে কৃষিজমি বাঁচাতে কবরস্থান পুরোপুরি উঠিয়েই দেওয়া দরকার এবং মুসলিমদেরও এখন থেকে দাহ করা উচিত।
নিজেদের চরকায় তেল মারো, অন্যের চরকায় তেল মারতে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে৷
বিষয়: বিবিধ
৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন