উম্মতে মুহাম্মাদী স. এর এক হিতাকাঙ্খী- হযরত আনোয়ার শাহ্ কাশ্মীরী র.

লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ০৩ মার্চ, ২০১৭, ০২:৪৫:৪৬ রাত

একবার আনোয়ার শাহ্ কাশ্মিরী রহঃ সফরের সময় এক রেলওয়ে প্লাটফর্মে শিখ ধর্মের এক সুন্দর চেহারার বালক কে দেখে মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ্ তুমি এত সুন্দর মানুষ তৈরী করে আবার তাকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবে?

একথা বলার কিছুক্ষন পরেই ঐ শিখ ছেলেটি আনোয়ার শাহ্ কাশ্মীরী রহঃ এর নিকটে এসে বললো, হযরত আমাকে সেই কালিমা শিখিয়ে দিন, যদ্বারা আমি জান্নাতে যেতে পারবো।

সুবহানাল্লাহ্, আল্লাহ্ তাআলা দা'ঈ গণের ফিকির দ্বারা এভাবেই মানুষদেরকে হেদায়েত দান করেন। একজন দা'ঈ মানুষের মুক্তির জন্য যত বেশি ফিকির করবে, আল্লাহ তা'আলা তার দ্বারা হেদায়েতের পথ কে তত বেশি সু-প্রশস্থ করে দিবেন।

আল্লাহ তা'আলা আমাদেরকে ও এমন দা'ঈআনা সিফাত দান করুক।আমীন।

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File