বন্ধু হতে চাই
লিখেছেন লিখেছেন উড়ন্ত বলাকা ০২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:০৫:০৪ রাত
বন্ধু হতে চাই
ছন্দ(৮+৮+২)
সূর্যের দ্বীপ্ত আলো ছড়ানো হবে না ধরায় আজ,
তাঁরার ভিড়ে চাঁদনি রাতে দেখবোনা তোর সাজ
দূরঅাকাশে লুকিয়ে থেকে দেখব ধরার মেলা,
পথভুলা পথিকের চাই বন্ধু হতে সদা বেলা,
প্রতিদান ধর্মে কিংবা বিনিময় সে পার্থিব প্রাপ্তি,
লাভ ক্ষতি তুচ্ছ সব দুঃখীর মুখে হাসিতে স্বস্তি
বন্ধুর ভালবাসা হয় যদি প্রাপ্তি ধরার মাঝে,
অামি তখন মেনে নিবো শত ক্লেশ সকাল সাজে
মজলুম যতো শত যাতনা তবো হয়েছে সঙ্গী
অামি চাই বন্ধু হতে এজগতে সব নীতি ভঙ্গী
তবে তুমি হবে কি অামার সেই বন্ধু যাকে অামি
খুজে চলেছি পাহাড় ঝর্ণা সমতল বন ভূমি
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন