পাখির বেশে
লিখেছেন লিখেছেন sohel rana ashiq ০১ মে, ২০১৭, ১১:২৩:০০ রাত
পাখির বেশে
সোহেল রানা আশিক
।
আয়রে খুকু যাই হারিয়ে
হাত বাড়িয়ে,
সবুজ মাঠ পুকুর ঘাট
সব ছাড়িয়ে।
।
নদীর ধারে বনের কাছে
ফুলের কাছে,
যেথায় শাখে কোকিল ডাকে
ফিঙে নাচে।
।
গাঁথব মালা ফুল তুলিয়ে
দুখ ভুলিয়ে,
পাখির মতো ডাকব যতো
মুখ ফুঁলিয়ে।
।
খেলার ছলে বিটপী ঘেঁষে
মুচকি হেসে,
আয় দাঁড়াবো নয় হারাবো
পাখির বেশে।
বিষয়: সাহিত্য
৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন