কবিতা
লিখেছেন লিখেছেন sohel rana ashiq ২১ এপ্রিল, ২০১৭, ০৯:৩৬:০৪ সকাল
রহমত
-
সোহেল রানা আশিক
-
বৃক্ষরাজি বন্ধু মোদের
কোরআন জ্ঞানের আলো,
আল্লাহ্-তায়ালা দয়ার সাগর
রাত্রি আঁধার কালো।
.
মরণ-বিনাশ ভয়ঙ্কর
জাগায় হৃদে ত্রাস,
মা জননী সবার প্রিয়
আমরা সবে কৃতদাস।
.
জগৎ জাতি সৃষ্টি প্রভুর
আকাশ অনল মাটি,
মোদের নবী মুহাম্মদ(সাঃ)
অকৃতিম শুভ্র-খাঁটি
.
শ্রেষ্ঠ কিতাব আল-কুরআন
জান্নাতের চাবি সালাত,
আল্লাহ্ -তায়ালা সবার বড়
দেয় সে ভালো বরাত।
.
সবকিছুই প্রভুর জানি
খুঁজছি তাহার পথ ,
সবাই যাহার দিবা-নিশি
পাচ্ছে দয়া-রহমত।
27।6।14
-
কাব্যগ্রন্থ :সূর্যসিঁড়ি
(প্রকাশ:একুশে বইমেলা ২০১৭)
বিষয়: বিবিধ
৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন