মুক্তচিন্তা

লিখেছেন লিখেছেন সজল-আহ্'মেদ ২৮ জানুয়ারি, ২০১৭, ১০:১৫:৪০ সকাল

তুমি মুক্তচিন্তা করবা তার মানে

এই না; যে ধর্মের বই ফাঁতফাঁত কইরা চিড়বা

আর ধর্মের বই বেচাকেনা হবেনা

পাঠ্যবইয়ে ধর্ম থাকবেনা

তুমি মুক্তচিন্তা করবা তার মানে

এই না;তুমিই সহী অন্যকেউ সহী না।

তোমার গুরুই সাধু মানুষ

ওনার গুরু সাধুনা

এইটারে কয় রেস'ইজম

এইটা কা মুক্তচিন্তা না।

তুমি স্বাধীনতার পতাকা পতপতপ

কইরা উড়াবা; খালেক মালেক রাজাকার

চিত্রে রাজাকার- দাড়ি টুপি তে সিলগালা,

তুমি কা চিন্তা করনা; দাড়িটুপিতে ভাসানীও ছিলো; দাড়িওয়ালা ছিলো- মুক্তি কমান্ডার।

তুমিই আধুনিক অন্যে সেকেলে

খালেক মালেক মধ্যযুগীয়

আবীর প্রবীর আধুনিক;

দুবেলার ডালে ভাতের নাস্তিক।

বাংলাদেশীদের আজ মুক্তমনে মুক্তবুদ্ধি শেখায়।

গুরু আহমেদ ছফা বলেছেন যথার্থ -

শুয়োরের বাচ্চার দাঁত

গজাইলে কামড়ায়; বাপের ও পাছায়।

তোমাদের নাস্তিকতার দৌড়ত্ব ঐ ডয়চেভেলে-

না হয় সিলগালা ঐ স্যাম হ্যারিসের আখড়ায়-

যার যেমন দাম কা

আমরা বাংলাদেশী মুসলমানরা হেকে দেব তা;

ঠিক কত দামে বিক্রি করবে মাথা -

বাপ দাদার দ্বীন আর দেশের ইজ্জত

বিদেশী প্রভূদের কারখানায়।

তোমরা বিশাল ব্যবসা সফল

মুক্তিযুদ্ধের চেততনাকে পুঁজি করে-

চালিয়ে যাচ্ছ ব্যবসা;

তুমি স্বাধীনতার পতাকা পতপত

কইরা উড়াবা; খালেক মালেক রাজাকার

চিত্রে রাজাকার- দাড়ি টুপি তে সিলগালা,

তুমি কা চিন্তা করনা; দাড়িটুপিতে ভাসানীও ছিলো; দাড়িওয়ালা ছিলো- মুক্তি কমান্ডার।

বিষয়: সাহিত্য

৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File