তুমি কি আছো আমার মতো সুখে?

লিখেছেন লিখেছেন সজল-আহ্'মেদ ২৭ জানুয়ারি, ২০১৭, ১০:৪২:৩০ রাত





ঐ যে তোমাদের অট্টালিকা

পাহাড় সমান উঁচু,

নিচ থেকে উঁকি মারলাম

দেখা যায়না কিছু।

তুমি ভালো নেই

কুড়ে ঘরে আমি আছি যতো,

মায়রে নিয়া সুখেই আছি

বাবুই পাখির মতো।

অট্টালিকা আছে তোমার

মা আছে বৃদ্ধাশ্রমে,

বলি ভাই এ ঘর বেঁধেছো

কার জন্যি এত যতনে?

এত পরিশ্রম এত কাজ কাম করে

যখন ফিরো পাহাড়সম ঘরে,

কেউ কি ডেকে যতন করে

আঁচল টেনে ঘর্মাক্ত থোতা মুছে,

এক গেলাশ ঠান্ডা জল দেয় এনে?

না কেউ দেয়না জানি,

মায়ের মত যতন করে এক গেলাশ ঠান্ডা পানি।

অথচ আমায় দ্যাখো,

রাত্র যদি গভীর ও হয়

দেখি আমি ফিরে,

ভাতের থালায় ভাত বেড়ে মা

অাছেন অধীর আগ্রহে

কখন ফিরবো আমি নীড়ে।

নিজ হাতে তরকারীটা পেতে দেয় মোর পাতে,

পাঙ্খা নিয়া বাতাস করে,

চাদড় জড়িয়ে দেয় শীতে।

ওহে অট্টালিকার মালিক

আছো কি সুখে এতটা তুমি,

যতটা আছি আমি?

বিষয়: সাহিত্য

৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File