প্রতিবাদ

লিখেছেন লিখেছেন আশফাক জুনেদ ২৯ মার্চ, ২০১৭, ১০:৫৭:৩১ সকাল

করব জয় সকল ভয় সকল সংকীর্ণতা।

এ ধারাতে ফুটাবো ফুল জ্বালাবো আলোর রেখা

অন্যায় সব গুছিয়ে দেব মনের আড়াল থেকে,

করবো সোজা তাদের আমরা যাদের মনটা বেকে।

মহত্বের বন্ধন মোরা সৃষ্টি করব এইখানে,

ধনী গরিব সবাই সমান ভালবাসার বন্ধনে।

বিষয়: সাহিত্য

৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File