বিমান বিভ্রাট
লিখেছেন লিখেছেন মাছুম আমিন ২৪ মার্চ, ২০১৮, ০৩:৫৪:১০ দুপুর
বিমান বা উড়োজাহাজ পৃথিবীর দ্রুততম যান,আধুনিককালে সীমান্ত পাড়ি দেওয়ার একমাত্র স্বাভাবিক যান বিমান,
কিন্তু তা যদি হয়ে যায় চরম শঙ্কার কারন তাহলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।নেপালে ইউ-এস বাংলার বিধ্স্ত হওয়ার ঘটনার পর ২০ মার্চ সৈয়দপুর গামী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের আঠার মিনিটের অবতরণ করে, মালোশিয়াগামী ইউ-এস বাংলার আরেকটি উড়োজাহাজ আজ শনিবার উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় অবতরন করে।এভাবে চলতে থাকলে বিমান মানুষের নিকট আতঙ্কের নাম হয়ে যাবে।
আমরা চাই প্রশাসন সহ সংশ্লিস্ট সবার সক্রিয় নজরদারিতে অতিদ্রুত এই সমস্যার সমাধান হোক।
বিষয়: বিবিধ
৬২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন