মিষ্টার শাকিব খান
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ১১ এপ্রিল, ২০১৭, ০১:৪৯:২২ দুপুর
মিষ্টার শাকিব খান,এটি এম বুথে কার্ড ঢুকাইছ!পাসওয়ার্ড চাপসো!
টাকা ও বের হইছে! দাবী করছো সেই টাকার মালিক ও তুমি!কিন্তু
একাউন্ট তুমার না,সেটা কি করে হয়? তোমার বুঝা উচিৎ ছিল,অপু
মেয়েটা অভিমানী! কিছু বল্লে যখন গাল ফুলিয়ে রাখে,কিছু করলে
নিশ্চই পেট ফুলিয়ে রাখবে!
বুবলির ব্যাংক এ হয়তো তোমার একাউন্ট আছে!এছাড়া আরো অনেক ব্যাংক এ এফডি আর,ডিপি এস,তিনমাস অন্তর অন্তর মুনাফা
ভিত্তিক সঞ্চয়পত্র,সহ আরো অনেক কিছু থাকতে পারে!সেগুলো
ঠিকইএকসময় দুদকবের করবে! কিন্তু একজন মায়ের স্বীকৃতি
তোমাকে দিতেই হবে!
কারন আব্রাহাম রা আগামীর পৃথিবী, আমাদের ভবিষ্যৎ। কিছুতেই অর
মায়ের মর্যাদা নষ্ট হতে দেওয়া যাবেনা।
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন