মিম নামের সেই মেয়েটি...
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০২ এপ্রিল, ২০১৭, ০৪:৫৩:৩২ বিকাল
।। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ ।।
.
-: চুপ কর ।
আর একটাও কথা বলবিনা ।
.
-: আমি কথা না বললে সত্যিই
কি খুসী হবি ?
.
-: হ্যাঁ ।অনেক অনেক ।
.
-: আচ্ছা যা ।আমি আর তোর
সাথে কথা বলবো না ।যতক্ষণ তুই আগে না বলিস ।
.
-: ওকে থ্যাংকস ।
.
কথাটি শোনার পরই নীল লগ আউট করে বের হয়ে ঘুমুতে গেলো । নীল ও মিম খুব ভালো বন্ধু ।
ওরা একে ওপরকে অনেক ছোট থেকেই চেনে ।পরষ্পরের সাথে ওদের
ঝগড়া না করলে পেটের ভাত ওদের হজম হয় না ।আজকের মত এমন
ঝগড়া ওদের প্রায়ই হয় ।তবে আজ ওরা একটু বেশীই সিরিয়াস ।
নীল এবার এইচ এস সি দিবে ।মিম ও ।ওরা অনেক অনেক ভালো বন্ধু । এতটাই ভালো যে পরষ্পর পরষ্পর ছেড়ে থাকতে পারে না ।
প্রতিদিন তারা দিনে ফোনে কথা বলতো আর রাতেফেসবুকের
সুবাদে চ্যাট করতো ।
ঘুম থেকে উঠেই প্রথমে নীল তার ফোন চেক করলো ।না কোন
ম্যাসেজই নেই ।মিমের কি আমার
কথা মনে পড়ছেনা ?ভাবে নীল । ওদিকে মিমেরও একই অবস্তা ।সেও মনে মনে ভাবছে যে একটু মনে হয় সে বেশীই বলেছে ।মিম ঠিক করে
যে নীলতাকে কোন ম্যাসেজ করলে সে সরি বলবে ।
নীল সকালে ঘুম
থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লোফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে.
সামনে পরীক্ষা কিন্তু নীল গেলো আড্ডা দিতে ।এর একমাত্র কারণ হলোমিমকেভুলে থাকা ।কিন্তু সে তা পারছে না । তার আজ আড্ডা
জমছে না ।সে একটু পর পরই ফেসবুকে লগ ইন
করে ইনবস্ক্য চেক করছে ।কিন্তু না কোনই রেসপন্স সে পাচ্ছেনা
মিমের কাছে থেকে ।
মিম ও তার পিসির
সামনে বসে আছে ।কেবল একটি মাত্রইচাওয়া তার ।সে মনে করছে নীল কে ম্যাসেজ করতে ।কিন্তু এই বিষয়ে সে সামনে একধাপ
আগালে পেছনে যাচ্ছে তিন ধাপ ।
দুপুর আড়াইটা ।এসময় মিম নীলকে ফোন দিত ।তার খোঁজ খবর
করতো ।কিন্তু আজ আর নীল কোন ফোন কলই পাচ্ছেনা ।
সে মাঝে মাঝে তার ফোন চেক করে দেখছে যে ফোনের নেটওয়ার্ক
আছে কিনা ।না ,সবই ঠিক ।মিমই ওকে ফোন দিচ্ছেনা ।নীল এসময় কখনোই শুয়ে থাকত না ।আজ
সে শুয়ে আছে আর ভাবছে মিমের কথা ।
আজ কি মিম চ্যাটে আসবে ?
কথা বলবে আমার সাথে ?এমন কিছু প্রশ্ন নীল তার মনকে ছুড়ে দিল
। কিন্তু উত্তর পেলো না ।
আর কয়েক ঘন্টা পড়ই তাদের কথা না বলার এক দিন পূর্ণ হবে । ভাবে মিম ।প্রতিদিন মিম সাড়ে দশটার দিকে নীলকে মিস কল দিয়ে
অন লাইন হতো ।আর তখনই নীল চলে আসতো । তবে আজ আর
সে মিস কল দিলো না । সে সরাসরিই অন লাইন করল ।প্রথমেই
সেনীল কে খুঁজলো ।কিন্তু নীল বাদে সবাই ই উপস্থিত ছিল ।
ছেলেটা এমনকেন ?একটু
আগে কথা বললে কি ক্ষতি হয় ওর ? মনে মনে বলে মিম। প্রায় এক ঘন্টা পর নীল আসে অন লাইনে ।কিন্তু মিমকে নক কর না ।তারা দুজনই বসে আছে একটি মাত্র নকের আসায় ।প্রায় ২ ঘন্টা কেঁটে গেলো কিন্তু এখনও তারা কেউই কথা বলেনি ।মিম
এবার আর থাকতে পারলো না ।
সে নীলকে ফোন দিলো ।নীল ফোন আসারসাথে সাথে তা রিসিভ
করে চুপ করে থাকল ।দুজনই নিরব ।কোন কথা নেই কারো মুখে ।
একসময় নীল শুনতে পেলো মিমের কান্নার শব্দ ।
তারপর সেও
কাঁদতে শুরু করে দিলো ।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন