ফিরে দেখা : ছাত্রলীগ নেতা বদরুল প্রসঙ্গ!

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ১২ মার্চ, ২০১৭, ১০:৪৯:৪৫ রাত

Independent24.tv এর একটি পেইজে আলী মোহন নামে একজন প্রসঙ্গ: বদরুল এই শিরোনামে একটি কমেন্টস

.

লিখেছেন । তার ওই কমেন্টসটি হুবহু তুলে ধরা হলো।

.

এই বদরুল ২০১২ সালে ১৫ অথবা ১৬ জানুয়ারী কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে উক্তত্য করতে গিয়ে সিলেটের শহরতলীর জাঙ্গাইল এলাকায় শফিরউদ্দিন হাই-স্কুলের সামনে স্থানীয়রা থাকে গণধোলাই দেয়। তখনো তার পরিচয় ছাত্রলীগ ছিল, তাই ঘটনার সাথে সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতারা রাস্তা অবরোধ করে বিচার চান, দোষ চাপান ছাত্রশিবিরের উপর। ওইদিন রাতেই ১২ জন জামায়াত ও শিবিরের নেতা কর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। তখন প্রতিটি মিডিয়া বদরুলের পক্ষে এক তরফা ভাবে শিবিরকেই দায়ী করে প্রতিবেদন প্রকাশ করতে থাকে। আমিসহ অন্যরা ওইদিন গলা ফাটিয়ে বলেছিলাম বদরুলকে শিবির মারেনি সে মার খেয়েছে খাদিজাকে ইভটিজিংয়ের জন্য, তখন আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। টিভি চ্যানেলগুলো করুণ মিউজকের সুরে বদরুলের রিপোর্ট করেছিল “বদরুল আর হাটতে পারবেনা, শিবির কেড়ে নিল তার স্বপ্ন”। দেশের সকল হলুদ মিডিয়া গুলোও প্রতিযোগিতা করে রিপোর্ট করেছিল কে কার চাইতে করুণ ভাবে রিপোর্ট করতে পারে। বাদ যায়নি জাফর ইকবাল তিনিও কলম ধরেছিলেন “মেধাবী বদরুলেরআর হাটা হবে না“। সবাই মিলেই উৎসাহ ও প্রেরণা দিয়েছিলেন আজকের এক পাশবিক বদরুলকে,আজকের জাফর ইকবাল কি অস্বীকার করতে পারবে ? আলী মোহন আরো লিখেছেন- সত্য ঠিকই প্রকাশ হলো!

আজকের থুথু চাটা মিডিয়া গুলোও তাদের নিজের মুখে বলছে ওইদিন বদরুলইভটিজিংয়ের দায়ে গণটিপুনি খেয়েছিল। সত্য এভাবেই প্রকাশ হয়, যদি আগে মিডিয়াগুলোা সত্য প্রকাশ করত তবে আজ এ ঘটনা ঘটত না, নার্গিসের এ অবস্থার জন্য কি মিডিয়া আর জাফর ইকবালরা দায়ী নয়? তিনি আরও লিখেছেন, এক নজরে দেখে নেই এই মিডিয়া আর জাফর ইকবালদের জন্য বদরুল কি কি পুরস্কার পেয়েছিলঃ-

১. এই বদরুলপ্রায় দু বছর (১২-১৪ ইং সেশন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন অতিথি ভবনে বিশ্ববিদ্যালয়ের খরচে থাকা খাওয়ার সবিধা ভোগ করছিলো ।

২. দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধা ‍উপাধীতে ভূষিত হয়েছিলো ।

৩. ছাত্রলীগের জয়েন-সেক্রেটারীর পদ লাভ করেছে ।

৪. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দু-বারে ২ লক্ষ টাকা দিয়েছেন। তা কি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারবেন?

৫.তখন তার চিকিৎসার সকল ব্যয়ভার প্রধানমন্ত্রী নিয়েছিলেন

নিরীহ জামায়াত ও শিবিরের ভাইদের যে হয়রানী করা হয়েছিল তা বাদই দিলাম।

তাদের ধিক্কার জানাই যারা ওইদিন দলকানার মতো জামায়াত-শিবিরকে একতরফা ভাবে দোষারূপ করেছিলো, অার এ বদরুলকেবাহবা দিয়ে মাথায় স্বাগত জানিয়েছিলো। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার জন্য বদরুলএকা দায়ী নয় তারাও দায়ী যারা এই বদরুলকে তৈরী করেছে।

বিষয়: বিবিধ

৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File