আমি সেই মেয়েকন্যা নামের সেই মেয়েটি .! :(
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৫ মার্চ, ২০১৭, ০১:০২:১৩ দুপুর
আকাশ যে চাঁদ উঠেছে তা দেখে মনে পড়ে তোমার সেই মন কেরে নেওয়া চোক্ষের কথা!
.
তখন রাত ২টা বাজে এতো রাতে নিশ্চয়ই তুমি ঘুমিয়ে ছিলে ।
.
হয়তো কোন স্বপ্নের মাঝে ডুবে আছ।
.
কিন্তু আমি যে ঘুমোতে পারতেছিনা !
.
আমি জেগে জেগে তোমায় নিয়ে স্বপ্ন দেখতেছি
.
যতই তোমার কথা ভাবি।
.
ততই হারিয়ে যাই কোন এক স্বপ্ন রাজ্যে।
.
যেখানে শুধু তুমি আর আমি।
.
আর কেউ নেই আছে শুধু আমি সেই মেয়েকন্যা নামের সেই মেয়েটি।
.
যার জন্য এতো স্বপ্ন দেখি যার জন্য আমি নিজেই স্বপ্ন তৈরি করি সেও কি আমার কথা ভাবে।
.
এই চিন্তা ও সারাক্ষণ মরি।
.
সত্যি কথা তো তোমাকে এখনও বলিনি!
.
বিশ্বাস করো জীবন প্রথম বার কারো জন্য ॥
.
এতো ভালোবাসা জন্ম নিয়েছে ।
.
জীবনে প্রথম বার কারো জন্য চোক্ষে জল এসেছে॥
.
যখনই তোমার সাথে ঝগড়া করি ।
.
কি ভাবে যে দুই চোক্ষ বেয়ে পানি চলে আসে আমি নিজেই বলতে পারিনা।
.
মনে অজান্তেই তোমাকে যে এতো ভালোবাসব তা কখনও কল্পনাও করিনি।
তোমার মুখের সেই মায়াবী হাসি শুনলে!
.
মনের ভিতরে যা কস্ট থাকে সব পালিয়ে যায়।
.
বিশ্বাস করো সত্যি বলতেছি।
.
আমার. কাছে পৃথিবীতে এই হাসিটাই সবচেয়ে মূল্যবান...এই হাসির চেয়ে সুন্দর
জিনিস এই পৃথিবীতে আর একটা কিছুও নেই...!
.
সবচেয়ে বেশি কস্ট হয় তখন যখন মনে হয় তুমি তো আর সারাজীবন আমার পাশে থাকবে না ।
.
একদিন নিশ্চয়ই চলে যাবে অনেক দূরে তখন তো আর কেউ সাহেব ভূত নামে কেউ আর ডাকবে না।
বিষয়: বিবিধ
৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন