গতকাল ডা.তোহিন মালিক স্যার, পোষ্ট মনোযোগ সহকারে পড়লাম আর কলম দিয়ে যে পেঁদানি দিলেন মানুষের জনম হলে একটো ভাব্যবে-কেস্ট দ্যা ***নিচে তুলে দরলাম স্যারের লিখা!
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:১৪:৫৬ দুপুর
স্বনির্বাচিত বলেই কি স্বনির্যাতিত হতে হবে ?
ওবায়েদুল কাদের নাকি আওয়ামী লীগের সবচেয়ে ক্লিন ইমেজের নেতা ! অথচ তারই হাতে চড়-থাপ্পড় ও ঘুষি হজম করতে হলো টাঙ্গাইলের
দলীয় এমপি ছানোয়ার হোসেনকে!
ওয়ান ইলাভেনের সময় চা-বিস্কুট খেতে খেতে দলীয় সব অপকর্ম ও
নেতা-নেত্রীর কূকর্মগুলো ফাঁস করে দেয়া ওবায়েদুল কাদেরের সেই
লোমহর্ষক ভিডিও চিত্র এখনও ইউটিউবজুড়ে দাপটের সাথে চলছে !
অন্যদিকে বোম্বাইয়া ফিল্মি ষ্টাইলে নায়কোচিত বেশভূষার সুদর্শন ক্ষমতাসীন দলের এই সাধারন সম্পাদক, যিনি মন্ত্রী হয়েও রাস্তায়
বসে রুটি খাওয়া, টং দোকানে বসে চা খাওয়ার দৃশ্য নিজের ফেসবুকে
পোষ্ট করেন। দেশের ডাকসাইটে মিডিয়ায় প্রচার পাওয়া এইসব
'মহামানবীয় কীর্তি' দেখে দেশবাসী ভ্রষ্টাচারিত নেতৃত্বের বিপরীতে
একজন 'জনমানুষের নেতাকে' খুঁজে পাবার মিথ্যা আশায় স্বপ্নচারিত
হয় ! কিন্তু দিনশেষে 'মিডিয়ার সেই নায়ক' জানান দেন, তিনি একদিন
ছাত্রলীগ নেতা ছিলেন !
স্বপ্নচারী জনগন একজন নায়কের অন্তরালে খুঁজে পায় একজন প্রকৃত
বাকশালীকে !
স্বনির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক, চড়-থাপ্পড় ও ঘুষির
যন্ত্রনাটা কিন্তু সেই এলাকার জনগনেরই !! -dr.Tuhin malik
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন