দুঃখের মাঝেও এই পোস্ট পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে , আপনিও হাসুন

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:২৪:১৫ রাত

একজন ভাই মাহফিলের দাওয়াত দিলেন । বল্লাম প্রধান অতিথি কে ?

সে বললো - বাতিলের আতংক, পীরে আজম,

হক্কানি সিপাহ সালার, নুরের তাজাল্লি, হকের খাদেম, আশেকে রাসুল, মর্দে মুজাহীদ,

আলেমদের চোখের মনি......

ভাই শুধু নাম টা বলেন,

বলছি তো....... আলেম কুলের শিরোমনি, মাদ্রাসার গর্ব, আলেমদের

মাথার তাজ, ইসলামের খাদেম, মুফতিয়ে আজম, ফতোয়ায়ে

জিন্দা........মাযারে আলা সুন্নীয়ে আজম ,,,,,,,,আল কাদরী,,,,,, তরিকতে সামদানি,,,,, ভাই নাম টা বলবেন

প্লিজ ?

আরে ভাই বলছি তো ........ হক্কে নুরানি, কুফরির জালজালানি,

তাগুতের কিরমিরানি,

হাফেজে কুরআনি, ইমামের ইমাম, শরীয়তের

হাকিকত, মারেফতের কুদরত.......... ধুর মিয়া, রাখেন আপনার মাহফিল । নাম জিগাইয়া আমার ভুল হইছে । মাফ কইরা দেন ।

আরে মিয়া উস্তাদ দের তো নাম মুখে নেয়া

যায় না । জানেন না ?

আমাদের নবী কে ?

মোহাম্মদ (সঃ ) ।

বাহ । নবীর নাম তো ঠিকই মুখে নিলেন তাও আবার কোনো বিশেষন ছাড়া। কালেক্টেড।,,

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File