চলুন,একটা গল্প পড়ে নিই:-

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২৯ জানুয়ারি, ২০১৭, ০৪:০৫:০০ বিকাল

"একটি ছেলে আল্লাহকে ভয় করতো।

নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ফিতনা থেকে বাঁচিয়ে

রাখতো।

অশ্লীলতা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখতো। শুধুমাত্র

একটি মেয়ের জন্যেই নিজেকে পবিত্র রাখতো, যাকে আল্লাহ্ তার

জন্যে পছন্দ করে দেবেন। একটি মেয়ে আল্লাহকে ভয় করতো।

নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ফিতনা থেকে বাঁচিয়ে

রাখতো।

অশ্লীলতা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখতো। শুধুমাত্র

একটি ছেলের জন্যেই নিজেকে পবিত্র রাখতো, যাকে আল্লাহ্ তার

জন্যে পছন্দ করে দেবেন। একদিন এই ছেলেটির সাথেই মেয়েটির বিয়ে করিয়ে দেন আল্লাহ্! তাদের

একে অপরের জন্যেই আল্লাহ্ তাদের পছন্দ করেন। বিয়ের পর তারা

একে অপরকে প্রচন্ড ভালোবেসে ফেলল। শুধু আল্লাহর সন্তুষ্টির

জন্যেই। তাদের সংসার আলো করে সন্তান এলো। সন্তানদেরও তারা

দ্বীন ইসলামের আলোয় আলোকিত করে তুলল।"

ভালো করে ভেবে দেখলে বুঝা যায়, "প্রকৃত ভালোবাসা" উৎসারিত হয় তাকওয়া থেকেই !!

আল্লাহকে ভয় পায় যে ব্যক্তি, তার মাঝে দায়িত্ববোধের সৃষ্টি হয় ;

সে অশ্লীল বা অনৈসলামিক সম্পর্ক থেকে স্বেচ্ছায় বিরত থাকে।

তার জাগতিক প্রেম টাতেও একটা উপলব্দি মিশে থাকে, যার নাম

আল্লাহর সন্তুষ্টি। আর ,

মনে রাখা প্রয়োজন, কেবল যেই কাজে উপরওয়ালার সম্মতি আছে, প্রকৃত সেটাই ; বাকি সব ই ঠুনকো, সব ই ফরমালিনড !!

আমাদের উচিৎ , সকল প্রকার অনৈসলামিক সকল সম্পর্ক বাদ

দেওয়া,

একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

অতীতের বাসি খাবার (গুনাহ) নিয়ে শুধু চিন্তা করে গেলে তো কোন

লাভ নেই, ভবিষ্যতের খাদ্য (আল্লাহর ক্ষমা) নিয়েও আপাতত না ভাবি।

বর্তমানের তাজা খাবার(তাকওয়া, ইস্তেগফার) নিয়ে বেঁচে থাকার চেষ্টা

করি । যা হবার হয়ে গেছে, এখন আল্লাহর রাস্তায় ফিরে আসলে ,

ক্ষমা পাবার আশা তো করাই যায়।

আমাদের কাজ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে তার নির্দেশিত ও

নবীজি(সা) এর দেখানো পথে চলা, পুরষ্কার দেওয়ার মালিক মহান করুণাময় ই…

শেষ হোক নবীজি(সা)র একটা দুয়া দিয়ে। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ে

এই দুয়াটিই হয়ে উঠতে পারে আমাদের দৃঢ় হাতিয়ার। দুঃখ, দুর্দশা,

বিপদ্গ্রস্থ অবস্থায় রাসুল (সাঃ) এ দুয়া ই করতেন :

"হে আল্লাহ্, আমি তোমার রহমতের প্রত্যাশী । আমাকে এক

মুহূর্তের জন্যও আমার প্রবৃত্তির কাছে সোপর্দ করোনা, তুমি নিজে আমার সকল বিষয় সংশোধন করে দাও। কারণ তুমি ছাড়া

আর কোন ইলাহ নেই।"

বিষয়: বিবিধ

৬৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File