প্রদীপ

লিখেছেন লিখেছেন এম আহমেদ ০২ মার্চ, ২০১৭, ০৪:১৯:১৬ বিকাল

স্বপনে সুখের ছল

জন কল কোলাহল

যতবারই ভাঙে পথ শ্রান্তে;

নিরাশে বুকের তল

যতখানি অবিরল

ভরে উঠে দিবসাবসান্তে;

ততখানি সুখ যদি

বক্ষ কন্ঠাবদি

না পেত সে মায়া মধু হাসিতে,

কে বল সে মহামদি

দরদীয়া নিরবদি,

বাঁধিতে পারিত পরবাসিতে ?

বিষয়: বিবিধ

৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File