ছোটগল্প এসে গেল সেই শিশু

লিখেছেন লিখেছেন ওহুদের লহু ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪৭:৫১ রাত

পাহাড়ি উচুনিচু পথ প্রান্তরের ওপর চাদের ঝলকানি। পাহাড়ি ঝোপ-গুল্ম কাটায় ভরা। পথ প্রান্তরের পাথর আর মাটি যেন কিসের অপেক্ষায় প্রহর গুনছে। মক্কার আকাশে বাতাসে আনন্দের দোল। উদ্বেলিত হচ্ছে আনন্দে।

পাহাড়ের খাদে খাদে সাদা কালো দুম্বার সারি। রাখালেরা গাইছে গান। নতুন প্রাণে মেতে উঠেছে মক্কা। মুত্তালিবের মনে অজস্র আনন্দ। নতুন অতিথির আগমনকে নিয়ে তার আনন্দের শেষ নেই।

মুত্তালিবের মনটা খারাপ। মহান কাবা ঘর নিয়ে তিনি চিন্তিত। তবে ঘরের মালিকের কাছে দায়িত্ব অর্পণ করলেন তিনি। শিশুটি জন্মের আর মাত্র ৫০ দিন বাকি। এখন এ সময় কি ঘটছে। বড়ই চিন্তিত হলেন তিনি।

আবরাহার আকাশ বাতাস কাপানো গর্জন কানে বাজছে মুত্তালিবের। তার উট ভেড়া সব ধরে নিয়ে গেছে আবরাহার সৈন্যরা। কি আর উপায়। পাহাড়ে আশ্রয় নিল গোটা মক্কার মানুষ। মুত্তালিবের মনে শিশুর চিন্তাটা সরে না।

আবরাহা এসে গেল। কাবা রক্ষার দায়িত্ব থেকে মুত্তালিব সরে এসেছেন। ঘরের মালিকই ঘর রক্ষা করবেন। আবরাহার কাছে উট আর দুম্বাগুলো ফেরত চাইলেন তিনি।

মক্কার মানুষ সব পাহাড়ে উঠে গেছে। দূর থেকে তারা কাবার ওপর আক্রমণের দৃশ্য দেখবে বলে একটি উচুতে দাড়িয়েছে তারা। একটু পরেই সব খতম। মক্কায় আবার আনন্দ ফিরে এসেছে।

আমেনার ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ। রোমের অগ্নিশিখা নিভে গেল। পারস্য রাজ দরবার ভূমিকম্পে ধসে গেল। এসে গেল সেই শিশু। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।

বিষয়: বিবিধ

৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File