স্বেচ্ছামৃত্যু অপরাধ নয়

লিখেছেন লিখেছেন অ্যালেন সাইফুল ২৯ মে, ২০১৭, ০১:২৫:২৯ রাত

অমরাবতী,

সেই মেয়েটাকে কি আপনি ভালোবাসবেন!?

যার চোখদুটো উপড়ে ফেলা হয়েছিল;

স্বেচ্ছামৃত্যুর দায়ে। যদিও,

আপনি জানেন,

স্বেচ্ছামৃত্য নয় বরং তাতে বাধ্য করাই অপরাধ।

বিষয়: বিবিধ

৬৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383173
২৯ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৩৮
হতভাগা লিখেছেন : ছেলেরা ছ্যাকা খেয়ে গাঁজা ধরে , নেশা করে । নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে ।

মেয়েরা প্রতারিত হয়ে আত্মহত্যা করে । মেয়েটির আত্মহত্যার জন্য ছেলেটিকে দোষারোপ করা হয় । ছেলেটির বিপথে যাবার জন্য মেয়েটিকে দোষারোপ করার চিন্তাও কারও মাথায় আসে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File