দেখিয়ে দাও তোমার অদেখা শরীর!
লিখেছেন লিখেছেন Ruman ২০ জানুয়ারি, ২০১৮, ০৭:০৩:১১ সকাল
গত বছর সুন্দরী প্রতিযোগীতায় ২৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছিল। অর্থাৎ এই ২৫ হাজার মেয়ে নিজের শরীর দেখানোর জন্য প্রস্তু ছিল। প্রতিযোগীদের বুকের মাপ, কোমরের মাপ, পাছার মাপ ওয়েবসাইটে দেয়া থাকে।
সুন্দরী প্রতিযোগীতার উপরের স্টেজে গেলে কী করতে হয় তা প্রত্যেকটা মেয়ে জানে এমনকি তাদের মা বাবাও জানে। এরপরে মেয়ে যদি প্রথম সারিতে চান্স পায় অর্থাৎ টপ টেনে থাকে তাহলে সেই মেয়ে ইচ্ছা করলে টিভি সিনেমা মডেলিং ইত্যাদিতে সহজেই ঢুকতে পারবে। সেই লেভেলের মডেল হলে মেয়েদের কার সাথে শুতে হয় কার সাথে কী করতে হয় সেটা পাবনা মেন্টাল হসপিটালের ইমার্জেন্সী বিভাগের মারাত্মক রোগিও জানেন। তবে কি সেই মেয়ের বাবা মা জানে না? জানবে না কেন? মেয়ের বাবা মা কি অশিক্ষিত? তারা কি গাঁও গেরাম থেকে এসেছেন? না, কেউ গ্রাম থেকে উঠ আসেনি। এইসব সুন্দরী প্রতিযোগীতায় যারা রেজিস্ট্রেশন করেন তাদের সবাই শহরের বাসিন্দা। তাদের বাবা মা সবাই শিক্ষিত, অনেকেই সমাজে প্রতিষ্ঠিত। তাহলে জেনে শুনে তারা তাদের মেয়েকে পতিতা বানাতে চায় কেন?
এর একটাই উত্তর- মূলা! তাদের সামনে নাম জশ খ্যাতি টাকা পয়সা নামক মূলা ঝুলছে। আর তারা সেই মূলার লোভে সেরা সুন্দরী হতে চায়।
গত সপ্তাহে আশনা হাবীব ভাবনা বলেছেন তিনি নাকি দেশীয় কোন ব্র্যান্ড ইউজ করেন না, আরমানী ও কয়েকটা বিশ্ববিখ্যাত নামী দামী ব্র্যান্ড ছাড়া উনি কিছুই কিনেন না।
একটা নাটকের বাজেট থাকে ৩/৪ লাখ টাকার মত। একটা নায়িকা মাসে বেশি হলে ২/৩ টা নাটক করতে পারে। সেই ৩ টা নাটকের মোট বাজেট যদি ১২ লাখ টাকা হয় তাহলে নায়িকার ভাগে খুব বেশি হলে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা আসবে। যেহেতু নায়িকারা প্রাইভেট কারে চড়ে দামী দামী জামা কাপড় কিনেন ও প্রচুর মেকাপ কিনতে হয় তাই এই দেড় লাখ টাকায় তাদের মাসের ১০ দিনও চলার কথা নয়। কারণ ঢাকা শহরে যার প্রাইভেট কার আছে তার মাসিক আয় মিনিমাম ৩ লাখ টাকা। এর নিচে হলে প্রাইভেট কার কোনভাবেই চালানো সম্ভব নয়। অর্থাৎ স্বচ্ছল ভাবে চলতে গেলে নায়িকাদের অন্য ইঙ্কাম করতে হয়। আর কী সেই ইনকাম সেটা পাগলেও বোঝে।
আমি মানুষটা গরিব হলেও প্রায়ই অফিসের বিভিন্ন প্রয়োজনে ফাইভ স্টার হোটেলে যাই। সেখানে প্রায়ই বিভিন্ন মডেল নায়িকাদের দেখি। যে ফাইভ স্টারে এক বেলা খেতে একেক জনের মিনিমাম ৫ হাজার টাকা লাগে সেখানে একেকটা নাটক থেকে ৪০/৫০ হাজার টাকা সম্মানী নেয়া নায়িকাদের কোনমতেই ফাইভ স্টারে খাওয়া/যাওয়া সম্ভব না।
এ বিষয়ে কথা না বলে যারা অংশগ্রহন করেছে বা করবে তাদের তালিকা প্রকাশের ব্যবস্থা করুন। ভবিষ্যতে যারা বিয়ে করতে চায় সেইসব ছেলেরা অন্তত উপকৃত হবে।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন