সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে।
লিখেছেন লিখেছেন Ruman ১৭ জানুয়ারি, ২০১৮, ১১:০৭:৫৬ রাত
১- আপনাকে পারিবারিক ভাবে এক লেভেল নিচে নামতে হবে। অর্থাৎ আপনার পরিবার যেই লেভেলের সেই লেভেলের সুন্দরী মেয়ে আপনার সাথে বিয়ে দিবে না। কারণ তারা আরো উপরের লেভেল থেকে প্রস্তাব পাবে। আমি আরেকটু বুঝিয়ে বলি। আপনার বাবা যদি এসিস্টেন্ট সেক্রেটারী লেভেলের সরকারী অফিসার হয় তাহলে আপনাকে সুন্দরী মেয়ে খোজার জন্য আরো দুই পোষ্ট নিচের সরকারী কর্মকর্তার মেয়েকে প্রস্তাব দিতে হবে। আপনার বাবা যদি পুলিশের এসপি হয় তাহলে আরেক পুলিশের এসপির সুন্দরী মেয়ে আপনার জন্য নয়। সেই এসপির সুন্দরি মেয়ে অপেক্ষা করছে কোন ডিআইজি/আইজির ছেলেকে বিয়ে করার জন্য!
ব্যবসায়ীক দিক, অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনার করলেও এক লেভেল নিচে নামতে হবে। অর্থাৎ পারিবারিকভাবে আপনার পরিবার ব্যবসা করে যদি মাসে এক লাখ টাকা কামাই করে তাহলে আপনাকে সুন্দরী মেয়ে খুজতে হবে সেই পরিবারে যাদের আয় মাসে ৫০ হাজারের বেশি না।
আপনি যদি হাই স্কুল টিচার হন তাহলে আপনার সুন্দরী কলিগ অর্থাৎ আরেকজন হাই স্কুল টিচার জন্য আপনার জন্য নয়, তিনি কোন না কোন কলেজের টিচারের জন্য ওয়েট করছেন, এবং তিনি পাবেন ও!!
জীবনে কখনো শুনবেন না ওমুক লোক সুন্দরী মেয়ে বিয়ে করেছে ওনার চাইতে সম্ভ্রান্ত ও ধনী ফ্যামিলীর মেয়েকে, এটা অসম্ভব!!!
২- সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে কম বয়সী মেয়ে বিয়ে করতে হবে। কারণ, সুন্দরী মেয়েরা বেশিদিন অপেক্ষা করে না, করতে পারে না। ক্লাস সিক্স থেকে তারা প্রেমের প্রস্তাব পায়। ক্লাস নাইন থেকেই বিয়ের প্রস্তাব আসতে থাকে। সাধারণত এসএসস্যার আগে এখন কাউকে বিয়ে দেয়া হয় না। কিন্তু এসএসসি পাশের পর থেকেই দ্বিগুণ বেগে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তখন বাবা মা এইচএসসি পর্যন্ত অপেক্ষা করতে থাকে। এর মধ্যে ভাল ছেলে পেলে তাকে বুকিং দিয়ে রাখে। এইচএসসি পরীক্ষা দেয়ার পর পরই বিয়ে হয়ে যায়। সুতরাং সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে টার্গেট নিতে হবে সদ্য এইচএসসি পাশ পাত্রী।
৩- সুন্দরী মেয়েদের মধ্যে যারা এইচএসসি পাশের পরেও বিয়ে হয় না (মানে বিভিন্ন কারনে ইচ্ছে করেই করে না) তাদের বিয়ে অনার্স থার্ড ইয়ার অথবা অনার্স শেষ হবার আগে হবে না। এদের মধ্যে দুইটা দল আছে,
এক- একদল আছে যারা পড়ালেখায় সিরিয়াস, পড়ালেখা শেষ না করে এরা বিয়ে করবে না। এরা খুব ক্যারিয়ার সচেতন। এদের অনেকগুলো জাস্ট ফ্রেন্ড থাকলেও বয়ফ্রেন্ড নেই। আর বয়ফ্রেন্ড থাকলেও সেও লেখাপড়ায় জিনিয়াস। তবে সাধারণত ডাক্তার জুটি ছাড়া বাকী জুটিগুলোর মধ্যে বিয়ে হয় না।
দুই- এই দলের সুন্দরী মেয়েরা প্রেম করে বেড়ায়। তারা মনে করে বিয়ে করলেই তো সব মজা শেষ! অনেকে আবার বিভিন্ন কারনে ভয়ে বিয়ে করে না (এটা নিয়ে আলাদা পোষ্ট দিব) এদেরও জুটির সাথে বিয়ে হয় না।
অর্থাৎ ডিগ্রী/ অনার্স/মাস্টার্স পাশ সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে ধরে নিতে হবে আপনি সেকেন্ড হ্যান্ড (!) মেয়ে বিয়ে করছেন। এছাড়া বিকল্প করার কিছুও নাই। আর দুই একটা হাতে গোনা মেয়ে যদি পান সেটা ভিন্ন ব্যাপার।
৪- সুন্দরী মেয়েদের ইতিহাস নবাব সিরাজউদ্দোলার ইতিহাসের মতই বিপদজনক! আপনি কোন সুন্দরীকে বিয়ে করলে তাঁর ইতিহাসের দিকে তাকাতে পারবেন না। মেয়ের বয়স যত বেশি ইতিহাস ঐতিহ্য বেশি হবার সম্ভাবনাও তত বেশি। অর্থাৎ বেশি বয়সী সুন্দরীদের বিয়ে করতে হলে আপনাকে ইতিহাস সম্পর্কে অজ্ঞ হতে হবে। আজকাল ফ্রী মিক্সিং এর যুগে অবশ্য ছেলে মেয়েরা বিয়ের আগেই আলোচনা করে জেনে নেয় কার কয়টা বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড ছিল! এসব এখন গা সওয়া হয়ে গেছে। তবে আপনি যদি আমার মতন 'ক্ষ্যাত' পাবলিক হন তাহলে এসব মেনে নিতে পারবেন না।
আজ এ পর্যন্তই। এ বিষয়ে আরো লেখার ইচ্ছা আছে। আপনাদের কোন পয়েন্ট মনে আসলে আমাকে জানাবেন। আমি আপনাদের পক্ষ থেকে লিখব।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন