রক্ষক যখন ভক্ষক!!

লিখেছেন লিখেছেন Ruman ২৭ অক্টোবর, ২০১৭, ০৭:১৫:৪২ সন্ধ্যা

মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ আটক ডিবির ৭ সদস্য। সেনাবাহিনীর প্রশংসা এখন মানুষের মুখে মুখে। এমন আরো কত ঘটনা যে অন্তরালে রয়ে গেছে, আল্লাহ মালুম!

এই ইস্যুতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের বক্তব্য নিয়ে ব্যাপক হাসি-তামাশা চলছে। পক্ষান্তরে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আমাদের আশান্বিত করে যে, না, আওয়ামী লীগে এখনো একজন কাণ্ডজ্ঞানসম্পন্ন মন্ত্রী আছেন।

এর আগে দেশের ‘এলিট ফোর্স’ নামে খ্যাত র‌্যাববাহিনীর এক অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তাকে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় বিচারিক প্রক্রিয়া মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই সাত খুনের ঘটনায় র‌্যাবের জড়িত থাকার বিষয়টি দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল!

বাংলাদেশ রাষ্ট্রের দেহ আজ ক্যান্সারে আক্রান্ত। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ভয়ংকর অবস্থা!!

কবি শামসুর রাহমানের ভাষায় বলতেই হয়, ‘কোন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ..’

বিষয়: বিবিধ

৭১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384321
২৮ অক্টোবর ২০১৭ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন : প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর এসব পজিশনে আসতে যেরকম টাকা খরচ করতে হয় আর তা ধরে রাখতে যেরকম পরিশ্রম করে কামাতে হয় সেটা ভুক্তভোগী ডিবি/পুলিশ সদস্য ভালই জানেন ।

পরিস্থিতিই তাদেরকে বাধ্য করে অতিরিক্ত পরিশ্রম করে এসব সমস্যা মেটাতে।

সেনাবাহিনী কাজটা আদৈ ভাল করেছে কি না সেটা কদিন পরেই বোঝা যাবে । নভেম্বরেই দেখা যাবে পুলিশ সপ্তাহ দিয়ে দেবে বা বিশেষ অভিযান চালু হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File