মদীনার ইট-পাথরগুলো এতো সুন্দর কেনো?

লিখেছেন লিখেছেন Ruman ১৭ অক্টোবর, ২০১৭, ০১:৫৩:৪৮ দুপুর

মদীনার ইট-পাথরগুলো এতো সুন্দর কেনো? মদীনার পথের ধূলিকণা কেনো এতো প্রেমময়?

মদীনার আকাশ, মদীনার বাতাস, মদীনার আলো-ছায়ায় এতো সুরভী কোত্থেকে এলো?

সব রহস্য লুকিয়ে আছে ঐ যে ঐ সবুজ গম্বুজের নিচে।

সেখানে আছে একটি মিম্বার।

তার পাশে এক টুকরো জান্নাত -জান্নাতের বাগানের (রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ)।

আর তার পাশে-

হ্যাঁ, তার পাশেই শুয়ে আছেন সেই মিম্বারওয়ালা, দো জাহানের সর্দার, সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালীন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মদীনায় সবাই শান্ত। সকলে নীরব।

লাখো মানুষের ভীড়, কিন্তু নেই কোনো হই-হট্টগোল!

কেনো?

কারণ এটা যে বড় আদবের জায়গা, বড় পবিত্র এক স্থান।

এখানে ঘুমিয়ে আছেন এমন এক মহামানব, যার সামনে সবাইকে আওয়াজ নত করতে নির্দেশ দিয়েছেন রব্বুল আলামীন।

নিজের প্রেমাষ্পদের রওজা মুবারকে সকলকে নিজেদের সর্বোচ্চ আদব বজায় রাখার প্রতি তাকিদ করেছেন আহকামুল হাকিমীন। প্রিয় হাবীবের প্রতি দুরূদ ও সালাম প্রেরণের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন রাব্বুল আরশিল আজীম।

তাই তো এখানে নবী প্রেমিকগণ খুবই আদবের সাথে আসেন।

রাসূলের বিরহ-বেদনায় হৃদয় ভারাক্রান্ত হলেও, চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে থাকলেও তাদের কোনো আওয়াজ শোনা যায় না। সবার কন্ঠে একই মৃদু ধ্বনি-

আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ!

আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবীবুল্লাহ!

আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতুল্লিল আলামীন।

হে প্রিয় রাসূল!

(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

ভালোবাসি। বড় ভালোবাসি তোমায়।

তোমার সাথে সংশ্লিষ্ট সব কিছুই ভালোবাসি।

তাইতো এই মরু আরবের প্রতিটি ধূলিকণায় খুঁজে ফিরি তোমার পদচিহ্ন।

প্রতি নিঃশ্বাসে বুক ভরে নিতে চাই তোমার সুবাস।

তোমার দরবারে আজ করুণা জানাই-

তোমার চরণে এই গুনাহগারকে একটু ঠাঁই দিওগো হে প্রিয়!

বিষয়: বিবিধ

৭৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384229
১৭ অক্টোবর ২০১৭ রাত ০৮:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় স্থান মদিনা মনোয়ারা।..
ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File