মিডিয়া, খ্যাতি আর টাকাই ওদের কাছে ধর্ম!!

লিখেছেন লিখেছেন Ruman ০১ অক্টোবর, ২০১৭, ০৪:৩৭:৫৪ বিকাল

জয়া আহসান নিজের ঘরে দূর্গা পূজার আয়োজন করেছেন, এটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। এক শ্রেণীর বাঙালি মুসলিম মানসিক কস্টে আহত, নিহত হয়ে যাচ্ছে, অন্যশ্রেনী গালির তুফান ছুটিয়েছে।

জয়া আহসান শিল্পী মানুষ, ওরা কি ধর্ম পালন করল, কবে ধর্মান্তরিত হল এসবে কিছু কি এসে যায়? ওরা কি আসলেই কোন ধর্ম পালন করে? ৭০-৮০ দশকের নায়ক নায়িকারা বেশীর ভাগ নিজেদের সংসার সামলে অভিনয় করেছেন। বয়সকালে হজ করেছেন, পর্দা করেছেন, তওবা করেছেন। বিংশ শতাব্দির কারো তো সংসারই টিকছে না। গত এক সপ্তাহে পত্রিকায় আরো ৩ জনের ডিভোর্স এর নিউজ ছেপেছে। স্পর্শিয়া, বাঁধন আর হ্যাপী।

আমির খান দুই বিয়েই করেছেন হিন্দুধর্মের, শাহরুখের বৌ ও হিন্দুধর্মের, সালমান বান্ধবী বাছার সময় ধর্ম দেখেনি, পতৌদির দুই সন্তান সাইফ আর সোহাও বিয়ে করেছে হিন্দু ধর্মের। এরকম উদাহরন অনেক পাওয়া যাবে। ওরা নামেই বিভিন্ন ধর্মের, কেউই পালন করে না।

জয়া আহসানের এখন দুই কূলে ক্যারিয়ার। ঢাকা আর কলকাতা। তাই ঈদ ও করবে, পূজাও করবে।

ওদেরকে ধার্মিক মনে করলে খামোখাই কস্ট পাবেন।

মিডিয়া, খ্যাতি আর টাকাই ওদের কাছে ধর্ম!!

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384109
০১ অক্টোবর ২০১৭ রাত ১০:৫৪
ইসলামিক রেডিও লিখেছেন : ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৭ সকাল ০৭:০৩
316876
Ruman লিখেছেন : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ
384117
০২ অক্টোবর ২০১৭ দুপুর ০২:২২
হতভাগা লিখেছেন : জয়ার একটা ছবির কাটিং দেখেছিলাম টলিউডের ।

কাপড় পরিহিত অবস্থায় সহ অভিনেতার শরীরের উপর উঠে তার যৌনাঙ্গের সাথে যৌনাঙ্গ ঘসছিল।

এরকমটা সাধারনত থ্রি-এক্স মুভি গুলোতে দেখা যায়।
০৩ অক্টোবর ২০১৭ দুপুর ০১:০৮
316886
Ruman লিখেছেন : আমিও দেখছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File