পা ছুঁয়ে সালাম করা কি নিষিদ্ধ..?

লিখেছেন লিখেছেন Ruman ০১ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪১:৫৮ সকাল

ভারত ও বাংলাদেশে বিশেষ করে বাঙালী সমাজে “পা ধরে সালাম করা” নামে একটি প্রথা প্রচলিত আছে।

পা ছুঁয়ে সালাম করার উৎস :

হিন্দু সমাজে বেদের শিক্ষক তথা পুরোহিত থেকে শুরু করে গুরুজনেরা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়। আর হিন্দু ধর্ম মতে ব্রাহ্মণরা বিশেষ করে ব্রাহ্মণ পুরোহিতরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তারা সাধারণ হিন্দুদের কাছে প্রায় পূজনীয় হিসেবে বিবেচিত হয়। মনুসংহিতাতে বেদের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, বেদ শিক্ষার প্রতিটি পাঠের শুরুতে ও শেষে একজন ছাত্র অবশ্যই তার গুরুর দুই পা ছুঁয়ে আলিঙ্গন করবে। এই পা ছুঁয়ে আলিঙ্গন করাকে ব্রহ্মঞ্জলী বলা হয়।

আমাদের (ইসলাম ধর্ম) মতে :

পা ছুঁয়ে সালাম করা নিষেধ। কেননা পা ছুঁয়ে সালাম করতে গেলে আরেকজনের সামনে মাথা নত করতে হয়। কিন্তু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও সামনে মাথা নত করা নিষেধ। তাই যে কাউকে পা ছুঁয়ে সালাম করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

বিষয়: বিবিধ

৭২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383902
০১ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৩৭
হতভাগা লিখেছেন : একমত ।

আমাদের এসব হিন্দুয়ানী কালচার থেকে বের হয়ে আসতে হবে। ধর্মের সাথে যেটা বিরোধপূর্ণ সেসব আচার ব্যবহার থেকে দূরে থাকবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন -আমিন।
383917
০৪ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৮:১৪
Ruman লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File