বন্ধু.!!!

লিখেছেন লিখেছেন Ruman ২১ আগস্ট, ২০১৭, ০১:১২:৩৭ দুপুর

পৌঢ়ত্বের গোধূলি বেলায়

জীবনের সবই অর্থহীন মনে হবে!

চাওয়া পাওয়ার সানলাইট ক্যালকুলেটর ঝাপসা দেখাবে তখন। চরম হতাশায় সব আয়োজন বিষাদময় লাগবে অসহায় দেখাবে নিজেকে।

নিমগাছের তলায় বসে ভাববে-

কার/কিসের তরে গেলো মোর জীবন? জীবনের স্বার্থকতা ই বা কতটুকু? এই পানসে হিসাবের মধ্যেই সন্ধ্যার ঘোর অমানিশায় পতিত হবে তুমি! আজরাঈলের ফুত্কারে ফুরিয়ে যেতে থাকবে জীবন প্রদীপ!

আফসোস হবে- হায়! আবার যদি ফিরে পেতাম সোনার যৌবন......।

অথচ..... বন্ধু,

সময়ের ব্যবধানে প্রতি মূহুর্তে, ক্ষণে ক্ষণে প্রত্যেকটি কোলে ধ্বংস হয়ে যাচ্ছে মিলিয়ন ট্রিলিয়ন ওমরের যৌবন!

কত তরতাজা নিষিক্ত শুক্রানোর চাপা কবরে দূষিত হচ্ছে পরনের ধুতি। আগত সম্ভাবনা ধূলিসাত্ করে ধ্বংস করে দিচ্ছো ভবিষ্যত্ পার্টনারের প্রত্যাশা!

তোমাদের জন্যই তো কবি নজরুল লিখতে পেরেছিলেন-

"আমি বহু যুবককে দেখিয়াছি; যাঁহাদের যৌবনের উর্দির নিচে- বৃদ্ধের কঙ্কাল ছাপ"

কি সাংঘাতিক কথা!

যৌবনকালই তো বিদ্রোহের বসন্ত,,,, যৌবন ই সুন্দর! যুবক ই যৌবনের ইউরেনিয়াম!

অন্যখানে কবি নজরুল বলেছিলেন: আমি সুন্দরের অবহেলা সইতে পারি না

বন্ধু!

সত্যিই 'সুন্দর' আজ বড় অবহেলিত আমাদের কাছে।

মহান সৃষ্টিকর্তার দোহাই-

আর কত বন্ধু ? সব ছেড়ে দাও-ফিরে এসো ভালোবাসার শুদ্ধতায়,, যৌবন জলে মিশিয়ে দিওনা,জীবন কতই না মহান;উপলব্ধি করো বন্ধু। ভূলে যাও'ক্রোমুজোমের' নেশা। চারিদেকে ছড়িয়ে দাও যৌবনের জয়গান।

জীবন সায়হ্নে সব কিছুই পানসে ও মিথ্যে মনে হলেও- তোমার সুন্দর সোনালি যৌবনকালের যথার্থ ব্যবহার স্বস্তি দিবে তোমায় ।।

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File