কথিত বন্ধুরাষ্ট্রের কথা কি আর কমু?
লিখেছেন লিখেছেন Ruman ১৭ আগস্ট, ২০১৭, ১০:৩২:০৮ রাত
কথিত 'বন্ধুরাষ্ট্র' আমাদেরকে শুষ্ক মওসুমে পানি না দিয়ে মারবে, আবার বন্যাকালে সুবিধামতো বাঁধ খুলে দিয়ে পানিতে ভাসিয়েও মারবে। আর এদিকে আমাদের মিডিয়া ও সাংবাদিকরা ভাসুরের নাম মুখে নিতে লজ্জাবোধ করেন। মহিলা সাংবাদিক মুন্নী সাহা'র কাছে "কিচ্ছু না বস্। স্বাভাবিক বন্যা।"
আগেরবার বন্ধুরাষ্ট্র থেকে বানের জলে ভেসে আসা হাতিকে 'ভগবান' বানাইয়া পূজা করার বাকি ছিল মাত্র। সোহাগ কইরা 'বঙ্গ বাহাদুর' নাম দিছিল আমাদের মিডিয়াকুল। যেন হস্তীরূপে স্বয়ং ভগবান 'রাম'-এর আগমন হয়েছিল বুঝি! ভারতমাতার সন্তান, নম নম না করলে কি আর চেতনার সতীত্ব প্রমাণ করা যাইতো?
হিজড়াদের মধ্যেও যতটুকু বিবেচনাবোধ আছে, এদের তো ততটুকুও নেই। কিসের দেশপ্রেম, সব শালারা ভারতের দালাল গোলামের বাচ্চা! এখন সময় আওয়াজ তুলে কথা বলার। জাতীয়তাবাদ ছাড়া আমাদের কোনো গতি দেখতেছি না। জাতিরে জাগানোর লাইগা আবার একটা তুমুল জাতীয়তাবাদী জাগরণ সময়ের দাবি। নইলে ভালা-ভোলা লিবারেলবাজি করার পাত্তা নাই এখন।
এতদিন ধইরা এইরাম 'স্বাভাবিক' বইলা বইলা এই দেশটারে ধর্ষণ জারি রাখা হইছে। বন্ধুত্বের নামে যখন তখন ইচ্ছামতো এসে ধর্ষণ কইরা যাইতেছে। দেশটা তো ভারতই আমাগোরে আইনা দিছিল, তাই না? আমরা খালি শরণার্থী হিসেবে গেছি তাগো কাছে। হাত পাতছি আর সবই তারা কইরা দিছিল। এই ভাব লইয়াই তো দিনের পর দিন আমাগোরে খায়া যাইতেছে। কী আর কমু?
বিষয়: বিবিধ
৬১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন