বিবাহীত ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট৷

লিখেছেন লিখেছেন Ruman ০৯ মে, ২০১৭, ০২:৪৭:৪৫ দুপুর

একগুঁয়ে ও জেদী নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়তে ব্যর্থ। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত ও জিদকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে।

কিন্তু কেন?

(১) কেননা তখন সে স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে। বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদী হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদী স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরো বেশী কঠোর ও জেদপ্রবণ হয়ে উঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল।

(২) জেদী নারী ধারণা করে, সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে, নিজের মতের ক্ষেত্রে জিদ করে যদি একটা বিজয় পেয়েও যায় কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভালোবাসতো।

(৩) অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ-সরল নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন। যে নারী নম্রতার সাথে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বুঝে, তাকেই স্বামী অধিকভালোবাসে ও তাকে আঁকড়ে রাখে।

(৪) ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে নুয়ে পড়ে, সেই বুদ্ধিমান ও জ্ঞানী, তার পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব। কিন্তু যে নারী শুকনো গাছের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সে মচকে যায় বা এমনভাবে ভেঙ্গে যায়- যা আর জোড়া লাগে না।

(৫) নিজের মতের উপর অটল জেদী নারীর বিশ্বাস হচ্ছে, আমিই বিজয়ী হব, তুমি পরাজিত হবে। এ নারী মূলত: অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেকেই ধ্বংস করে। সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে। যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখেরাতে।

একগুঁয়ে ও জেদী নারীদের পরিণাম শেষ হয় আল্লাহর গজবের মাধ্যমে

হয়তো তালাকের মাধ্যমে

নয়তো স্বমী মৃতুর মতো অভিসাপ ভোগ করতে হয়

ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ।

(৬) এক বেদুঈন নারী তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল তা অত্যন্ত চমৎকার প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরিক্ষীত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবতাকে প্রমাণ করেছেন। উপদেশটি হচ্ছে:

“ তুমি স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত কর। দেখতে পাবে অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে। ”

ভালো পুরুষরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে, কিন্তু নির্বোধ ও একগুঁয়ে-জেদী নারীরা তাদেরকে শত্রুতে পরিণত করে।

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382947
১০ মে ২০১৭ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন : মেয়েরা বিয়ের পর শুধু পেতেই চায় , দেবার মত মনমানসিকতা তাদের মধ্যে দেখা যায় না ।

এই মেয়েই কিন্তু বাবার সংসারে থাকার সময় অপরাপর ভাইবোনদের সাথে সব কিছু শেয়ার করে নিয়েছে । স্বামীর সংসারে এসে সব কিছু সে একা পেতে চায় এবং এক্সট্রিম লেভেলে পেতে চায়।

সংসার জীবনটা এখন হয়ে গেছে কে কাকে ঠকিয়ে জিতবে সেটা । যেহেতু আইন মেয়েদের পক্ষে সেহেতু তারা ইচ্ছেমত খেলে যায় জেতার জন্য।
382956
১০ মে ২০১৭ রাত ১০:৫৭
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File