বন্ধুহীন..
লিখেছেন লিখেছেন Ruman ১৫ এপ্রিল, ২০১৭, ০৮:৫৫:১৩ সকাল
চিরতরে বন্ধুহীন হয়ে গেলে কারও আর কিছু থাকেনা শেষে ।
ঠিক এখন যেমন আমারও নেই ।
সামান্য কিছু শূন্যতা আর কিছু স্মৃতি আমাকে ধরে রেখেছে জগতের মোহে ।
হাওয়া আর শূন্যতা আমার বন্ধু
তবু মাঝে মাঝে ইচ্ছে করে, আগুনমূখি কীটের মতো করে
উড়ে যাই অদৃষ্টের দিকে,
পুড়ে ছাই হয়ে আকাশের ধোঁয়া হয়ে মিশে যাই বাতাসে ।
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন