ক্বওমী মাদ্রাসা সন্ত্রাসী তকমা আর কত ?
লিখেছেন লিখেছেন Ruman ২১ মার্চ, ২০১৭, ১০:২১:৪৩ রাত
ঘটনা ০১
> হুজুর আপনার মাদ্রাসার
ছাত্ররা আমার চাষের জমিতে
পায়খানা করেছে ।
- মাদ্রাসার ছাত্ররাই পায়খানা
করেছে তার প্রমাণ কী ?
> হুজুর ঢিলা কুলুপ
ঘটনা ০২
> হুজুর আপনার মাদ্রাসার এক
ছাত্র আমার ছোট মেয়ের সাথে
সম্পর্ক করে !
- তার প্রমাণ কী ?
> ইদানীং আমার মেয়েটা খানা
শব্দটা উচ্চারণ করে ।
- তো ?
> খাবার কে 'খানা' তো ক্বওমী
ছেলেরাই বলে।
ক্বওমী মাদ্রাসার ছেলেরা অন্যর
জমিতে পায়খানা করলেও ধরা
খায় । প্রেম করলেও। এটাই
ক্বওমী মাদ্রাসা । এদের কে আর
দশটা ছেলের থেকে সহজেই
বের করা যায় । এখন প্রশাসনের
লোকেরাও শিবির আর ক্বওমী
ছেলেদের মাঝে তফাৎ করতে
পারে ।
একদিন চলেই আসুন ক্বওমী
আঙিনায় । দেখবেন ভোর ৪টা
থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত
তাদের রুটিন । দূর থেকে চার
পাশ ঘেরা ক্বওমী অঙ্গনকে যে
সন্ত্রাসের অভয়ারণ্য ভাবতেন
তা মিলাতে পারবেন না । ছোট
ছোট শিশুদের কোরআন পড়া
আপনাকে মুগ্ধ করবে ।
একটা ছেলে বাইরের সার্টিফিকেট
নামের টাকা কে ত্যাগ করে
ক্বওমীতে এসে ফের সামান্য
টাকার লোভে সন্ত্রাসী কর্মকান্ডে
জড়িয়ে পড়বে তা বিশ্বাসযোগ্য
কী ? বরং এরা তো জালিমের
বিপক্ষে । ব্রিটিশ বেনিয়ার লাল
সাহেবদের ভারত উপমহাদেশ
থেকে এরাই তাড়িয়েছে । এদেশ
থেকে পাক বাহিনী কে হটিয়ে
দেওয়ার বড় ভূমিকা তো বরং
ক্বওমীদেরই । চেতনায় রাজাকার
খোঁজার জায়গা পাওনা !
.
জানি এসব আপনাদের কানে
ঢুকবে না । লালখান মাদ্রাসায়
তবুও যাবেন । বোমা পাওয়া
যায় বলে যাবেন । নিজের কাশ
নিজে গিলে আত্মতৃপ্তির ঢেকুর
তুলবেন নাটক মঞ্চায়ণের
সুযোগও খুঁজবেন । এভাবেই
প্রতিপক্ষ বানাবেন ক্বওমিদের ।
মাজলুম হলে কিন্তু ক্বওমীরা
জেগে উঠে স্রেফ এতটুকু না
ভুললেই হবে ।
.
পত্রিকার পাতার সন্ত্রাস পত্রিকার
সংশ্লিষ্টরাই, ক্বওমীরা নয়
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন