বই(নাস্তিক্যবাদী লেখক হুমায়ন আজাদের চরম কুরআন বিদ্বেষী "বই" কবিতার জবাবী কবিতা)।-
লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ১০ জানুয়ারি, ২০১৭, ০১:০১:৫৯ দুপুর
"যে বই তোমায় সত্য শেখায়,
সে বই তুমি পড়বে।
যে বই দেখায় আলোর দিশা,
কেমনে জীবন গড়বে?
যে বই দেবে সঠিক জবাব,
মানব মনের তিন কথা!
কেনো এলাম? এই কে আমি?
শেষ যাত্রা ফের কোথা?
যে বই শেখায় স্রস্টা প্রেম,
আত্বশান্তি দেয় বুকে,
নৈতিকতার অলংকারে,
সৃষ্টি সেবায় সুখ থাকে।
যে বই পড়ে অন্ধকারে,
পথ খুজেঁ পায় পথহারা!
সে বই পড়ে গড়বে তুমি,
নতুন করে এই ধরা।
যে বই শেখায় ঐক্যমৈত্রী,
ওহীর আলো মেখে,
সে বই হোক তোমার সঙ্গী,
বাকিগুলো দাও রেখে।
যে বই শেখায় নাস্তিক্যতা,
সে বই তুমি পড়বে না!
যে বই ভরা পাপাচারে,
সে বই তুমি ধরবে না||" - ড.বিএম মফিজুর রহমান আল-আযহারী
বিষয়: সাহিত্য
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন