বড় দিন পালন ও প্রাসংগিক কিছু কথা
লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ২৬ ডিসেম্বর, ২০১৬, ১০:১৫:২৯ রাত
২৫ শে ডিসেম্বর ছিল খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব "বড় দিন"।খুব উৎসাহ,উদ্দীপনার সাথে বাংলাদেশে ও "বড় দিন" পালিত হল।২% খ্রিস্টান আমাদের দেশে বাস করলে ও তারা খুব আনন্দের সাথে এ দেশে তাদের উৎসব পালন করতে পেরেছে। এ জন্য তাদের ভাগ্যবান বলতেই হবে। কারণ পৃথিবীর অনেক খ্রিস্টান দেশ আছে যেখানে মুসলমানরা অনেক বেশী সংখ্যায় বাস করে ও তাদের নূন্যতম মৌলিক অধিকারটুকু ও পাচ্ছে না। উৎসব পালন অনেক দূরের বিষয়।ঈদের দিনও অনেক অমুসলিম দেশে মুসলমানদের গাড়ীর গ্যারেজে বা খোলা আকাশের নিচে ঈদের নামায আদায় করতে হ্য়। এতে ও আবার অনেক বিধি-নিষেধ জুড়ে দেওয়া হয়। আমাদের দেশে অন্য ধর্মালম্বীদের উৎসবের দিনগুলোতে "সাধারণ ছুটির" ঘোষণা করা হলে ও ইউরোপের অনেক দেশে এ দিন বিপুল সংখ্যক মুসলিমদের তাদের কর্মস্হলে যেতে হয়।পশ্চিমারা যারা সব সময় আমাদের মানবতা,অসাম্প্রদায়িকতার ছবক দেয় কিন্তু নিজেদের দেশের এমন নিষ্ঠুর ,বর্ণবাদী আচরণ তাদের চোখে পড়ে না।আজ বিভিন্ন অমুসলিম দেশগুলোতে মুসলিমরা মানবেতর জীবন যাপন করছে।ফ্রান্সে মুসলিম মহিলারা হিজাব পালন করতে গিয়ে রাস্তা-ঘাটে নিপীড়ন এর শিকার হচ্ছে। এই তো সে দিন সুজারল্যান্ডের একটি মসজিদে নামাজ রত মুসল্লিদের গুলি করা হয়।বৃটেনে প্রতি নিয়ত মসজিদে হামলা হচ্ছে।অনেক দেশে আযান দেওয়া ও মিনার নির্মাণের উপর বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে।আমাদের দেশে যখন হিন্দু, খ্রিস্টানরা জাকঁজমক করে তাদের উৎসব পালন করে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে জার্মানীতে ছুরিকাহত নিহত আমার মুসলিম বোনের রক্তাক্ত দেহের ছবি।তখন মনে প্রশ্ন জাগে মুসলমানদের কি মানবাধিকার থাকতে নেই?????।আমি অমুসলিমদের জাকঁজমক পূর্ণ উৎসব পালনের বিরোধিতা করছি না।ইসলাম সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী।কিন্তু আমাদের দেশে যখন পান থেকে চুন খসলে পশ্চিমাদের এ দেশীয় এজেন্টদের মায়া কান্না শুরু হয় আসলে ই মনে হয় "মুসলিমদের কি মানবাধিকার থাকতে নেই??''।
বিষয়: বিবিধ
৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন