একজন নবীন ভোটারের আকুতি

লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ২১ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৯:০০ রাত

] আগামী কাল নারায়ণগঞ্জে বহুল প্রতীক্ষিত সিটি কর্পোরেশন নির্বাচন।সোজা কথায় জনপ্রিয় প্রার্থী হিসেবে এতদিন ডাঃ সেলিনা হয়াৎ আইভি এগিয়ে থাকলে ও নির্বাচনের একদম শেষ দিকে পরিস্থিতি পালটে যেতে থাকে।এখন যে কোন কিছুই ঘটতে পারে।নারায়ণগঞ্জের অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ হলে "ধানের শীষের" বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে নিতে পারবে না।এর বিপরীত চিন্তার মানুষ ও আছে। । এবারের নির্বাচনে প্রায় ৪০% ভোটার হচ্ছেন তরুণ যারা জীবনে প্রথম বারের মত দিচ্ছেন।(যারা নির্বাচনকে উলট পলট করে দেওয়ার ক্ষমতা রাখেন)

বাংলাদেশের নাগরিক হিসেবে কাল প্রথম আমি আমার জীবনের প্রথম ভোটটি দিতে যাচ্ছি।একজন নাগরিক হিসেবে বিষয়টা আমার জন্য অনেক বেশী গর্বের।আশা করছি ইন শা আল্লাহ আগামীকাল আমরা তরুণরা আমাদের জীবনের প্রথম ভোট টি দিয়ে একজন যোগ্য নগর পিতাকে বেছে নিতে পারব। তাই একজন তরুণ ভোটার হিসেবে আমার আবেদন প্রশাসন যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের উদ্যোগ নেয়।

বিষয়: বিবিধ

৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File