এথনিক ক্লিনজিং

লিখেছেন লিখেছেন খোরশেদ মুকুল ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫৭:৪৮ বিকাল



নাফ নদীতে বিবেক ডুবে গেছে রক্তের বিপরীতে

সত্যি বলছি আজকাল বিবেকও ডুবে যেতে দেখা যায়

ডুবে যেতে হয়

আচ্ছা আমরা কি কখনও মানুষ হতে পারবো না!?

কিংবা আমরা কি কখনো মানুষ ছিলাম?

জাতিসংঘের আদি অবস্থা নাকি কসাইখানা ছিলো

আমি বলছি না তারা মানবতা হত্যা করে

আমি এও বলছি না তারা সাম্প্রদায়িক

শুধু বলছি এটি মৃত বিবেকের আড্ডাখানা

একটি অবহেলিত ডাস্টবিন

কেউ আর ময়লা ফেলতে যায়না

অনাগত ইতিহাসবিদ লিখতেই পারে

শীতকালে মানুষ পুড়িয়ে আগুন জ্বালানো হতো

পাতার মতো পাওয়া যেতো বিচ্যুত অঙ্গ

বড়ই গাছে ঝুলতো টুকটুকে লাল মানুষের বিক্ষত দেহ

শিশুর নাড়িভুড়িতে পিচ্ছিল পথ

বর্ষায় লাশের বাধ হতো লোকালয়ে

এভাবেই চলতো বার্ষিকগতি... ...

ধুলাবালিতে হারিয়ে গেছে ফিলিস্তিন

মুসলমানের প্রথম কাবা

মুসলমান বড় অভাগা জাতি

ভাইয়ে ভাইয়ে খুন, তৈরি করে গঙ্গা

সাতার কাটে না প্রহর

আসে না সন্ধ্যা

মৃত ফিলিস্তানের সৎকার হয়নি এখনো

শুরু হয়েছে আরাকান-- কাঁদো মুসলিম কাঁদো

অজোর নয়নে কাঁদো

কানা-কালা-পঙ্গু মানুষগুলোই আজ স্বজাতির পতাকার খুটি ধরে আছে

আর পতাকা খামচে ধরেছে ড্রাকুলা

সবাই চলছে সমুদ্রপথে

মানবতা এখন ডাস্টবিনে সাতার কাটে

জানিনা কখন পাবে কুল

বিষয়: সাহিত্য

৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File