ইসলাম কি আসলেই নারীকে স্বীকৃতি দেয় না?

লিখেছেন লিখেছেন আফিফা আমাতুল্লাহ ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪২:১৩ বিকাল



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি একই সাথে কোরআনের হাফেজ ও মাওলানা এবং স্বঘোষিত "মুক্তমনা"। তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। ভদ্রলোক আবার বেশ নামাজি ও ধার্মিক। আমাকে কোন কথায় আটকাতে না পেরে প্রশ্ন করেছিলেন "নবীজি (সা) এর সাথে বিয়ের আগে

খাদিজা (রা) অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এই মানুষটাকেই কেন নবীজি (সা) এর সাথে বিয়ের পর বলতে গেলে স্বামীভক্তি ছাড়া অন্যকোথাও পাওয়া যায় না।

কেন? যিনি প্রভাবশালী ব্যক্তিত্ব তিঁনি তো তাঁর ব্যক্তিত্বকে বদলে ফেলতে পারেন না। তাহলে তিঁনি ইতিহাসে নাই কেন?

তখন আমি থমকে গিয়েছিলাম। আসলেই তো কেন নাই ইতিহাসে?

তাহলে কি ইসলাম আসলেই নারীকে স্বীকৃতি দেয় না?

অনেক পরে এসে নিজে নিজে উত্তর পেয়েছি। উত্তরটা হলো "ইতিহাস"। আমরা ইতিহাস কার কাছে কোন প্রেক্ষাপটে কতটা শুনছি তার উপর আমাদের জানা, শোনা, আর বুঝা অনেকটা নির্ভর করে।

আমাদের শেখা ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে কিছু অকালকুষ্মাণ্ড আলেমসমাজের কাছ থেকে। যারা খাদিজার সব সম্পত্তি স্বামীকে দান করার ওয়াজ শোনায়, পাহাড় বেয়ে খাবার নেয়ার গল্প শোনায়; কিন্তু স্বামীর "উপদেষ্টা" খাদিজার ব্যাপারে ব্যাপক আ্যালার্জি।

তো ইতিহাসে নাই মানে কি পৃথিবীতে নাই?

বিষয়: বিবিধ

৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File