আত্নহত্যা নয়, লড়াই করে বেচে থাকো!
লিখেছেন লিখেছেন রুপা হাসান ০৪ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৬:১১ রাত
' কেনো, কার জন্য বাঁচবো? ' - আমার শোনা কথাগুলোর মধ্যে সম্ভবত এধরণের কথাই বেশি শুনেছি! ফেইসবুক ইনবক্স কিংবা সেল ফোনের ইনবক্সে প্রায়শই কিছু পরিচিতজনদের ক্ষুদে বার্তা পাই! শুধু এই একটা বিষয়েই! আমি খুব মন দিয়ে এদের করা ক্ষুদে বার্তা গুলো দেখি, মনোযোগ দিয়ে একবার নয়! বেশ কয়েকবার পড়ি! যতবারই পড়ি ততবারই মনে হয় ব্যাখ্যায় যাওয়া উচিত না! তবুও মাঝেমাঝে ব্যাখ্যায় যাই! মানুষগুলোর দুমড়ে-মুচড়ে যাওয়া অনুভূতিগুলোর কথা ভাবি! কল্পনাতে তাদের স্থানে নিজেকে কল্পনা করি! তাদের স্থানে থাকলে আমি কি করতাম? তাহলেই বেশ সহজেই ব্যাখ্যায় আসা যায়!
..
সাধারণত আমাদের সমাজে সুইসাইড দুই কারনে হয়, প্রেম-ভালোবাসা ঘটিত, আর জীবনের প্রতি চরম হতাশা ও ব্যার্থতা! অন্যান্য কারন ও থাকতে পারে, তবে এই দুইটাই মুখ্য বা এই দুইটা কারনেই বেশি হয়!
...
কেউ একজন কে তুমি 'প্রচন্ড' ভালোবাসো! ভালোবাসার প্রয়োজনেই ভালোবাসো! প্রায় একবছর কিংবা দু-বছর ধরে তোমাদের সম্পর্ক চলছে! দুজন দুজনকে ছাড়া এক মুহুর্ত ও থাকতে পারোনা! অথচ একজন আরেকজন কে ছাড়া ঠিকই থাকছো!
কাল্পনিক থাকাকে প্রকৃত পক্ষে থাকা বলেনা! তোমাকে সত্যিকার অর্থেই তার পাশে থাকতে হবে!
হঠাত করেই দেখা গেলো মানুষটা তোমাকে আর আগের মত ভালোবাসে না! রিক্সায় করে ঘুরে বেড়ায় না! পরন্ত বিকেলে তোমার হাত ধরে বাগানে হাটেনা! তুমি ফোন করলে ফোন তোলে না! মেসেজ করলে, রিপ্লে দেয়না! এককথায় তোমাকে চারটি অক্ষরের জগতে সে ইতিমধ্যেই ফেলে দিয়েছে! তুমি চাইলে ও তুমি নিজেকে দেখান থেকে তুলে আনতে পারবেনা, যতক্ষণ না সে চায়!
অত:পর তুমি সিদ্ধান্ত নিলে, তুমি নিজেকে শেষ করে ফেলবে! কোন সুস্থ্য মস্তিষ্কের মানুষ এরুপ সিদ্ধান্ত নেয়না!
এ জীবন আর রাখবে না! তোমার মরতে চাওয়ার কারন কি? 'তাকে ছাড়া আমি বাচতে পারবোনা' - হাস্যকর উক্তি! কে বলেছে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবেনা! তাহলে এতদিন কি সে তোমাকে বাচিতে রেখেছিল? জানি, এর সঠিক উত্তর তোমার কাছে নেই!!
....
আবেগ দিয়ে জীবন চলেনা, তোমাকে বাস্তবটা আগে বোঝতে হবে! তারপর সিদ্ধান্ত নিও, বাচতে চাও না মরতে চাও! কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে এই না যে, তোমাকে তোমার জীবনটা ও এখানে থামিয়ে দিতে হবে! এখানেই জীবনের শেষ নয়! তোমাকে এখান থেকেই শুরু করতে হবে জীবনের আসল লড়াইটা! জাস্ট গো অন ম্যান, গ্যারান্টি দিচ্ছি, আজ থেকে দশ বছর পর কেউ যখন আত্মহত্যা করতে চাইবে, তুমি নিজেই তাকে আটকাবে! আত্মহত্যা না করার জন্য বোঝাবে!
....
কি অদ্ভুত! একটা সময় যে তুমি নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলে, আজ সেই তুমিই আত্মহত্যা করতে যাওয়া কাউকে বাঁচাচ্ছ! 'সময় ' - ইয়েস সময়! সময় সবকিছু পরিবর্তন করে দেয়! হতাশ না হয়ে শুধু নিজের উপর বিশ্বাস রাখো, সামনে এগিয়ে যাও, দেখবে সময়ের বিবর্তনে সাফল্যের চূড়ান্ত শিখরে তুমি এক বিজয়ী আরোহনকারী! গ্যারান্টি দিচ্ছি, সেদিন কেউ তোমাকে একশ বার মরে যেতে বললে ও, তুমি হাসবে! শুধুই হাসবে! আচ্ছা, এই ব্যার্থতা-হতাশা-সাফল্য'র মাঝে শ্লেষ্মা মেশানো হাসির কারন কি?
..
........ চলবে .........
বিষয়: সাহিত্য
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন