গণতন্ত্র বনাম বানান তন্ত্র!!!
লিখেছেন লিখেছেন এইচ এম এফ হক ২০ অক্টোবর, ২০১৬, ০২:৩৮:৩৬ দুপুর
একটি গণতান্ত্রিক দেশে যদি অগণতান্ত্রিক শাসন বিরাজ করে,গুমতন্ত্র যদি প্রতিষ্ঠা লাভ করে,ভিন্নমত কে যদি গলাটিপে কণ্ঠরোধ করা হয়,স্বাভাবিক ভাবে গণতন্ত্র বানান ভুলে যাবার ই কথা।হয়তো আজ আমি গণতন্ত্র লিখতে পেরেছি কোন একদিন আমিও ভুলে যেতে পারি,তাতে অবাকের কিছু নেই।আমার আমিত্ব যদি বিরাজ থাকে আমার মাঝে,তাতে আমার নিজের দুর্বলতা ই বহন করে,আমি যখন অন্যকে আমার চেয়ে জ্ঞানী ভাববো,সম্মান দেখাতে পারবো তখনি আমার আমি বিকশিত হতে পারবো সবার মাঝে।তখনি আমি সম্মানিত হবো লোক সমাজের কাছে।
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন