মানবতা আর বর্তমান
লিখেছেন লিখেছেন নীললোহিত ছায়াকাব্য ১৯ অক্টোবর, ২০১৬, ০৮:২৭:৪২ সকাল
জন্মই তাদের অজন্ম পাপ? কেমন আপনার
মানবতা!
.
“দুইডা ট্যাহা দ্যান না ভাই…আইজ হারাদিন
কিচ্ছু খাইনাই…দ্যান না ভাই…দ্যান না…”
– একখান লাত্থি দিমু…পা ছাড় শুয়োরের
বাচ্চা, যা এখান থেকে…..মাইর খাবি?? নাকি
যাবি??
ফুলের দোকান থেকে মেডিসিন দিয়ে
টিকিয়ে রাখা ২০ টাকার ফুল শত টাকা
দিয়ে কিনে গার্লফ্রেন্ডকে দিচ্ছেন…
আর, রাস্তায় যখন ছোট্ট একটি মেয়ে তাজা
ফুল নিয়ে এসে যখন বললো- “স্যার ফুল লাগবে?”
তখন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে
দেন……!!!
.
কফিসপে কিংবা রেস্টুরেন্টে গিয়ে এক বসায়
হাজার টাকার খাওয়া খেয়ে ফেলছেন,
ওয়েটারকে ৫০টাকা বকশিশ দিচ্ছেন!
আর, রাস্তায় ৭০ বছরের একজন বৃদ্ধ যখন ডাল-
ভাত
খাওয়ার জন্য ১০ টা টাকা চাইলো.. তখন
আপনি “মাপ করেন” বলে এড়িয়ে গেলেন!!!
.
গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যাক্সি ভাড়া করে
এখানে সেখানে যাওয়ার
পর ড্রাইভারকে ভাড়া থেকে অতিরিক্ত ১০০
টাকা বেশি দিচ্ছেন,
আর, রিক্সায় করে ফেরার পর যখন
রিক্সাওয়ালা ৫ টাকা আবদার করলো তখন
তার গায়ে হাত তুললেন!!
শীতের দিনে দামী গরম পোশাক পরে
ঘুরছেন….. আর, রাস্তার পাশে শুয়ে থাকা
শীতার্ত মানুষগুলোকে দেখেও না দেখার ভান
করে পাশ কাটিয়ে গেলেন!!!
কখনো গার্লফ্রেন্ডের সামনে প্রেস্টিজ
রক্ষা করার জন্য, কখনো ফ্রেন্ডদের সামনে
নিজের ইমেজ রক্ষা করার জন্য মানবতা
দেখিয়ে একদিকে নিজেকে সাঁজান
দানশীল…
আবার অন্যদিকে কিছু অসহায় মানুষকে নিজের
নিষ্ঠুর চেহারা টা দেখান!!
এটাই কি মানবতা??? এটা আপনার কেমন
ধরনের মানবতা!!???
যদি এটাই আপনার মানবতা হয়ে থাকে তবে,
আপনার
এমন প্রতিবন্ধী মার্কা অসুস্থ মানবতার প্রতি
থু থু মারি…….
.
.
.
ওরা গরিব, ওরা সহায়সম্বলহীন, ওরা জন্মেছেই
গরিব হয়ে,
তাই বলে জন্মই তাদের অজন্ম পাপ? ওরা কি
আমাদের এ সমাজের কেউ নয়?
ওরা কি মানুষ নয়? কেমন আপনার মানবতা!
গায়ক কি তবে আপনার জন্যই গানে গানে
বলেছিলেন….
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…
একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না.. ও
বন্ধু! "
বিষয়: Contest_priyo
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন