"পুকুর নয় দিঘী চুরি, শুভঙ্করের সিনাজুড়ি"
লিখেছেন লিখেছেন ইজ্জত আলী চাচা ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০:১৬ রাত
সিলেট বিভাগ এর অন্তরগত সুনামগঞ্জ একটি জেলা
যেখানে ১১টি উপ জেলা নিয়ে জেলাটি ঘটিত।
এর মধ্য একটি
দূর্গম থানার নাম শাল্লা যেখানে ২০১২ সালে এক জন
ইউওনো বা টিওনো
এসে আম্লীগ সরকারের কাছে আবেদন
করছে মিঠাপানির জন্য দিঘি খনন করা লাগবে।
এর জন্য টাকা বরাদ্ধ চাই।
এই বলে যে দিঘি খনন হলে আশে পাশের প্রায় ১৭টি গ্রাম উপকারিত হবে।
সরকার ৫কোটি থাকা বরাদ্ধ দিছে,
ঐ ইউওনো দিঘি খনন না করে এমপি মন্ত্রী স্থানীয়,
আম্লীগ নেতা নিয়া মাইরা দিয়া কাগজে কলমে দেখাই
ফেলছে দিঘি খনন হইছে, কিন্তুু তা হয় নাই।
জায়গা যেমন ছিলো তেমনই আছে।
এর কিছু দিন পর বদলি
হয়ে আরেক ইউওনো আসছে এসে দেখে দিঘি খনন
হয় নাই কিন্তুু টাকা ৫কোটিও নাই।
হালায় মনে মনে ভাবে সব হালায় খাইলো আমি পাইলাম না কিছুই
ঐ হালায় আবার সরকারের কাছে
আবেদন করছে দিঘির কোন প্রয়োজন নাই এটি ভরাট
করে বন্যাদুর্গতের জন্য আশ্রয় কেন্দ্র করা হোক এর জন্য ৫কোটি টাকা বরাদ্ধ করা হউক।
সরকার বেচারা আমলাদের কথা বিস্বাস না করে যাবে কই? তাই আবারো ৫কোটি টাকা দিঘী ভরাট বাবদ,এবং
বন্যাদুর্গতের আশ্রয় কেন্দ্র তৈরি করা বাবদ আরো ৫কোটি টাকা প্রদান করে।
মোট টাকার পরিমান ১০ কোটি টাকা।
সেও টাকা এনে মাইরা খাই ফালাইছে।
সরকারের কাছ থেকে মোট ১৫ কোটি টাকা দূর্নীতি করে।
কোন এক জ্ঞানী বলেছেন:-
ঘুষখোর বুর্জোয়া ব্যভিচারীর চেয়ে সমাজ ও
রাষ্ট্রের জন্য অধিকতর অনিষ্টকর।
করাপশন মাস্টারবেশনের চেয়ে সমাজ ও রাষ্ট্রের
জন্য অধিকতর ক্ষতিকর।
আর ইজ্জত আলী বলে:- গাছ ভালো তার ফল ভালো,
গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার সন্তান ভালো।
রাজা ভালো তার মন্ত্রী সভা ভালো, মন্ত্রী ভালো তার
এমপি ভালো, এমপি ভালো তার দল ভালো।
দল ভালো তার কর্মী ভালো।
কর্মী ভালো তার সবই ভালো।।
বাপকা বেটা সিপাহীকা ঘোড়া, কুছ নে কুছ নে থোড়া থোড়া।
বড়ই দূর্ভাগা এদেশের আম জনতা, বড়ই বোকা তারা।
তাদের সরলতাকে লুব্রিকেন্ট করে দিনের পর দিন
হস্তমৈথুন করে যাচ্ছে সরকার।
চলবে-----------
Click this link সুত্র
বিষয়: রাজনীতি
৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন