কৃষিসংবাদ ডট কমের পক্ষ থেকে দেশের সকল কৃষক,পাঠক ও লেখকদের জানাচ্ছি, শুভ বাংলা নববর্ষ-১৪২৪ http://www.krishisongbad.com/

লিখেছেন লিখেছেন সালমা আকতার ১৪ এপ্রিল, ২০১৭, ১০:৫২:২৪ সকাল

পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। বাঙালির চিরায়ত উৎসব। নতুন বছরের শুরু। হিসেব-নিকেশের পালা। সারা বছরের সাফল্য ও ব্যর্থতার পরিসংখ্যান। পয়লা বৈশাখে কৃষক যেমন নতুন ফসল আবাদের প্রস্তুতি নেন, তেমনই ব্যবসায়ী তাঁর ব্যবসা গুছিয়ে নেন। দেনাপাওনা মিটিয়ে নেন। জমিদারি আমলেও জমিদাররা প্রজাদের কাছ থেকে বার্ষিক খাজনা আদায় করতেন এদিন। প্রজারা এসে খাজনা পরিশোধ করে দিয়ে মিষ্টিমুখ করে চলে যেতেন। হালখাতা বা হিসেবের নতুন খাতা চালু করা হয় এদিন। এ উপলক্ষে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দেনাদাররা এসে বাকি-বকেয়া পরিশোধ করেন। মিষ্টিমুখ করেন। ভাব বিনিময় হয়। এর মধ্য দিয়ে নতুন উদ্যমে চাষাবাদ ও ব্যবসা-বাণিজ্যের অঙ্গীকার সূচিত হয়।

নতুন বর্ষ প্রতিটি কৃষক, খামারীর ঘরে ঘরে নিয়ে আসুক প্রাপ্তির বারতা। মুছে যাক যত সব জরা ও গ্লানি। আমাদের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়িদের প্রতি কৃষিসংবাদ ডট কম পরিবারের পক্ষ থেকে রইল ‘শুভ বাংলা নববর্ষ-১৪২৪’।http://www.krishisongbad.com/

বিষয়: বিবিধ

৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File