আমি বোকা হতে ভালোবাসি-
লিখেছেন লিখেছেন খেয়া ১৬ নভেম্বর, ২০১৬, ০৭:০১:৫৪ সন্ধ্যা
আমি যে বোকা এটা মানতে কোন দুঃখ হয় না আমার।আমার বিবেকবোধ কারো সামান্য কথায় তাকে অনেকখানি বিশ্বাস করতে শিখিয়েছে।কাউকে সহজে বিশ্বাস করাটা আমার সহজাত স্বভাবে পরিনত হয়েছে।অবশ্য এর মাশুল দিতে গিয়েই এতোসব কথা বলা।জীবনে আজ দেখে কিছু শিখেছি বলা কথা ঠিক হবে না।বরং বলতে হবে অঘটনের ঘাটে ফেরি করে এই অভিজ্ঞতা কু্ঁড়িয়েছি।আবার বলা যায় বিশ্বাসের কাছে বারবার পরাজিত হওয়া মানুষ কোন ব্যাপারেই অভিজ্ঞ না। একটা সময় ছিলো তার ভালোবাসায় আমি মুগ্ধ হতাম সারাক্ষন।কিন্তু আজ মনে হয় কেউ আমাকে তার বেনামি ভালোবাসায় জিম্মি করে রেখেছে। আামার স্বচ্ছতাকে বারংবার তার ভূলের কাছে খাটো করেছে।এসব নিয়ে বরাবরের মতো আজও কোন দুঃখ করিনা। দুঃখ করি এই ব্যাপারে যে, "আমাকে এতো আয়োজন করে কেন বোকা বানানো হলো" ? আমিতো এমনিতে বোকা ছিলাম। এমনটা যদি না হতাম তাহলে এক ছাদের তলায় আমরা কেমন করে দু'জন থাকি ??
খেয়া
১৬/১১/১৬ ইং
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন