আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন-
লিখেছেন লিখেছেন খেয়া ১০ নভেম্বর, ২০১৬, ০৬:৪৮:৩১ সন্ধ্যা
বর্ণ বৈষম্য আর দাম্ভিকতাকার কাছে হার মেনে গেলো আমেরিকার আগামীর স্বপ্ন।হয়তো হিলারির পরাজয়ের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপন হয়ে যাবে।ট্রাম্প কে দিয়ে সমস্ত বিশ্বের গণতন্ত্রকে বলৎকার আধুনিক ভাষাতে যাকে ধর্ষন বলে তা ই করিয়ে দিয়েছে আমেরিকানরা।এরা গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে, গনতন্ত্রকে গণধর্ষন করে ছাড়লো।পুরু ইউ,এস,এ এর গণমাধ্যম যাকে খলনায়ক সাজিয়ে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে। সেই ট্রাম্প যদি এখন নায়ক হয়, তবে- তাদের জনগন, মিডিয়া,জরিপ, গোয়েন্দা রিপোর্ট সব কিছুই অনির্ভরযোগ্য মাধ্যম হিসেবে রূপ নিয়েছে পৃথিবীর কাছে। সত্যিকার অর্থে এই অপ্রত্যাশীত জয়ের কৃতিত্বটা পাওয়ার দরকার ইউ,এস গোয়েন্দা সংস্থা এফ,বি, আই'এর।কারন- এফ,বি,আই ডোনাল্ড ট্রাম্পকে যে মরাল সাপোর্ট দিয়েছে এটাই তার প্রমান বহন করে।
উপসংহার- আমাদের দেশীয় নেতা মহলে আনন্দের খৈ ফোঁটতে শুরু করেছে হিলারির পরাজয় দেখে।কারন শত্রুর শত্রুকে বন্ধু মনে করে (হিলারি + ইউনুস - ট্রাম্প) । মনে রাখা উচিৎ হিলারি যেমন শত্রু না, ট্রাম্পও তেমনি বন্ধু না।
-খেয়া
১০/১১/১৬ ইং
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন