নির্বাক হওয়া স্বপ্ন
লিখেছেন লিখেছেন খেয়া ২০ অক্টোবর, ২০১৬, ১০:২১:৪৯ রাত
তারপর -
থেকে আজ অবধি দুঃস্বপ্নের পিছুধাওয়া থেকে এক মূহুর্তের জন্যেও নিজেকে আগলাতে পারিনি। এই অসহ্য যন্ত্রণার সময়গুলো মাঝে মাঝে নির্বাক করে ফেলে আমাকে। আড়ালে আবডালে নিজের এই কান্না কখনো কখনো লুকাতে পারলেও এখন আর পারি না।নিজের অলক্ষ্যে ই চোখের জলে ভেসে যায় পেছনের স্মৃতিগুলো। না - আমি তোমাকে ইমপ্রেস করার জন্যে এই কথাগুলো লিখছি না। এই গুলো একজন নিঃসঙ্গ অসহায় মানুষের মনের গহীন থেকে বেড় হয়ে আসা কান্নার শব্দ। অথবা ছন্দহীন কোন জীবনের অভিলাস ও বলতে পারো। বিশ্বাস করো- দিগন্তবিস্তৃত তোমার সুখে আমার কোন ঈর্ষা কখনও ছিলো না।এমনকি আজও নেই। আমার জীবনে এমন একটা মূহুর্ত ও আমি পার করিনি, যে সময়টুকুতে তোমার কোন অমঙ্গল চিন্তা করেছি। আমি জীবনে যা কখনোই করিনি তার সাজা আজ আমাকে পেতে হচ্ছে।সত্য মিথ্যের মানদন্ডে আমি কতটুকু অপরাধ করেছি আর কতোটুকু সাজা পাচ্ছি তা সবথেকে তুমিই ভালো বলতে পারবে। যাক্ সে কথা। যার জীবনে দেনাপাওনার লেশমাত্র নেই তার জীবনেতো সীমাহীন দুঃখ থাকবেই। তাছাড়া যার কিছুই নেই তারতো হারানোর ভয় থাকার কথা না। আমার বেলায় ঠিক তেমন ই। ও - হ্যাঁ তোমরা কেমন আছো এটা জানার জন্যে মনটা খুব ব্যাকুল হয়ে আছে। কিন্তু কি করি বলো- আমার সাধগুলো যে তোমার ইচ্ছের কাছে মুখথুবড়ে পড়ে আছে। ভালো থেকো-
-খেয়া
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন